![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশি এক কারওয়াশ শ্রমিককে গাড়ি ময়লা করার অভিযোগে নির্যাতন করেছেন এক গাড়ির মালিক। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২ টার দিকে রাজধানী কুয়ালালামপুরের সুংগাই বুলুহ এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশি শ্রমিককে নির্যাতনের ঘটনার আংশিক দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দোকানের গোপন ক্যামেরায় ধারণ করা এ নির্যাতনের আংশিক দৃশ্য শনিবার রাত পর্যন্ত প্রায় ৬১ হাজার বারেও উপরে শেয়ার হয়েছে এবং 1,770,958 বেশি দেখা হয়েছে। মন্তব্য করা হয়েছে প্রায় ৪০হাজার ৪৪২।
দেখুন সেই ভিডিওটি ঃ
ফেসবুকে আপলোড করা নির্যাতনের ভিডিও দেখতে ক্লিক করুন
২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, বাংলাদেশি শ্রমিক গাড়ির ভিতরে ড্রাইভিং সিটে বসে কাজ করছেন। গাড়ির মালিক এ দৃশ্য দেখে রেগে যান ও গাড়ি থেকে শ্রমিককে বের হতে বলেন। এ অবস্থায় ওই শ্রমিক গাড়ি থেকে বের হয়ে যান ও মালিক গাড়ির ভেতরে যান। এরপর তিনি রাগান্বিত হয়ে শ্রমিককে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে শ্রমিকের গালে- থাপ্পড় মারেন। কিছুক্ষণ থেমে গালিগালাজ করে ফের শ্রমিকের গালে থাপ্পড় দেন
ভিডিও পোস্টকারী আতিয়া আবদুল হামিদ ফেসবুক পোস্টে জানিয়েছেন, গাড়ির ড্রাইভিং সিটে বসে কাজ করা ও ময়লা করার অভিযোগে বাংলাদেশি শ্রমিকের গালে চড়-থাপ্পড় দেন গাড়ির মালিক। শ্রমিকের পোশাক পুরানো এবং দেখতে মলিন ছিল বলে মালিক এরকম আচরণ করতে পারেন বলে আমি মনে করি। কারওয়াশের মজুরি পরিশোধ করার পরিবর্তে নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসা ও নোংরা করার অভিযোগে ১ হাজার রিংগিত (প্রায় ১৮ হাজার টাকা) দাবি করেন ওই গাড়ির মালিক।
২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খজনক!
এর তীব আনুষ্ঠানিক প্রতিবাদ না হলে ভবিষ্যতে অন্য বাঙালীদের ভাগ্যেও খারাপই জুটবে। বাংলাদেশ দূতাবাস সহ সকল সংস্থা সমন্বিত উদৌগ নিন।
প্রবাসীদের কষ্টের জীবনকে নিরাপদ এবং আম্ত সম্মানপূর্ন করুন।
+++
৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: 31,010 people like this.
62,386 shares
Comments
40,805
1,770,958 Views
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
পুর্ব এশিয়ার লোকেরা ভয়ানক নিস্ঠুর।
আমাদের সরকার দেশে চাকুরী সৃস্টি না করে, এসব মানুষদের কস্ট দিচ্ছে, জাতিকে অপমানিত করছে।