![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।
(সতর্কীকরণঃ- বেফাস ,কোন ধর্ম অ্পমানকর মন্তব্য করবেন না যদি করতেই হয় যুক্তিগত গঠনমূলক মন্তব্য করুণ অন্যথ্যায় আপনার মন্তব্য মুছে ফেলা হবে আর যাদের সমস্যা হয় পোস্টে আসবেন না।)
আগে এই ভিডিওটি দেখে নিন ঃ
দেখুন, IUBAT তে পাঞ্জাবি আর টুপি পরে যাওয়ায় ভিসির আদেশে গেইটে লাঞ্চিত করা হচ্ছে ছাত্রদের। আর হিজাব পরায় লাঞ্চিত করে গেইট দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছেনা ছাত্রীদের।
সংবিধানে সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।তাহলে এই ভিসি কিভাবে ইসলাম ধর্মের বিরোদ্ধে কথা বলে ?? কই ঐ সমস্ত সুশীল সাংবাদিক যারা ফেসবুকে কুরবানির জবাই করা ছবি দেখে নিউসে ঝড় তুলেছিল ? আজ তারা নিরব ক্যান ???
কিরে ইসলাম ধর্ম নিয়ে এত চুলকানি ক্যারে ?? অন্যান্য ধর্ম হিন্দুদের ধুতি তিলক সিঁদুর আর বৌদ্ধের পোশাক কি চোখে পড়েনা ??? ঐসব দেখে তাদের নিরবতা কিসের লক্ষন ???
যদি আজ এই ব্যাপারটা ইসলাম না হয়ে অন্য ধর্মের প্রতি করা হত তাহলে এতক্ষনে দৈনিক সহ সব চ্যানেলে সুশীলদের চাটুকারিতা আর ইসলাম ধর্ম সহ ঐ ভিসিকে জঙ্গি মৌলবাদের দালাল বলতেও দ্বিধা করত না ???
কোথায় আজ বাংলার সেই মতি আলো আর নাস্তিক পশ্চিমাদের পা চাটা গোলামেরা যারা ইসলামের গন্ধ পেলেই পত্রিকা চ্যানেল সহ কলাম আর টকশোতে মুখের ফ্যাদা তুলে তারা নিরবতায় ক্যান ???
আশ্চর্য- বাংলাদেশ - যেখানে ৯৫ % মানুষ মুসলিম- ওই দেশে - একজন ভিসি মতলোক একটা বিশ্ব বিদ্যালয়ে কিভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে ইসলামের বিরোদ্ধে কথা বালার অনুমতি পায় বা সাহস আর মুসলিমরা তা মেনে নেয় ?
এমনও তো নয় যে, ইউনিভার্সিটিতে ড্রেস কোড আছে। একজন মেয়ের জিন্স পড়ে আসার স্বাধীনতা থাকলে কেন হিজাব করে আসার স্বাধীনতা থাকবে না? একজন ছেলের টি-শার্ট পড়ে আসার অধিকার থাকলে কেন জুব্বা পড়ে আসার অধিকার থাকবে না?
(IUBAT)-এর ফাউন্ডার আলিমুল্লাহ মিয়ান নামটা কি ইহুদী-খৃষ্টানের মনে হচ্ছে? না ভাই, উনি ইহুদী-খৃষ্টান কেউ নন।উনি মুসলিম > তাহলে উনার ধর্মীয় পোশাকে সমস্যা কি?
বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উচু করি মুসলমান।
দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কেল্লার ওড়ে নিশান
মুখেতে কালিমা হাতে তলোয়ার বুকে ইসলামি জোশ দুর্বার, হৃদয়
লয়ে ইশক আল্লাহর চল আগে চল বাজে নিশান।
হে বিবেক ! আর কতকাল নিজের উম্মাদনায় কাটাবে ?
আর কতকাল মানবতার বেড়াজালে ধুমরে ধুমরে কাদবে ?
আর কতকাল অপমানিত হবে আল্লাহর দ্বীন ক্ষমতাধরের কাছে ?
আর কতকাল মানবাতার দুয়ারে ইমানি চেতনা মার খাবে ?
তার হিসাব কি কার জানা আছে ?
বিবেকের তারনার কাছে কি তুমি বন্দি ?
তুমার মুখ হাত পা কি বাধা ?
তুমি কি মুসলিম ইতিহাসের পাতায় চুখ মেলনি ?
কি হতে পারে তুমার শেষ পরিনাম ?
হে যুব-তরুন মুসলিম !
তুমি কি চিন্তা করেছ কক্ষনো
তুমি কোথায় ছিলে ?
তুমি কোথায় থেকে তুমি এসেছ ?
কি জন্যে এসেছ ?
তুমার শেষ ঠিকানা কি ?
মোট কথা ...........................
ওই বিশ্ববিদ্যালয় কর্তপক্ষের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছি।
IUBAT কর্তৃপক্ষ সম্প্রতি ধর্মীয়-পোশাক অর্থাৎ, পাঞ্জাবী এবং নিকাব পরিহিতাদেরকে ক্লাস তো দূরের কথা, ক্যাম্পাসে ঢুকতেই দিচ্ছে না।এর প্রতিবাদে গত ২৭ শে অক্টোবর ভার্সিটি অভিমুখে শিক্ষার্থীদের আন্দোলন।
আমাদের মৌলিক অধিকার এর মাঝে পোষাক ২য় অবস্থানে আছে। একটা জাতির পোষাক তাদের ইতিহাস এবং ঐতিহ্য ধারন করে।তেমনি পোষাক ধর্মীয় পরিচয়-ও বহন করে।
একটা বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জ্ঞান আহরনের যায়গা। এখানে সবাই আসে জ্ঞান আহরন করতে, তাই বলে কি নিজের ইতিহাস-ঐতিহ্য এবং ধর্মীয় রীতিনীতির বাইরে গিয়ে?
২| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৯
বাউন্টি হান্টার বলেছেন:
অন্য সব ইসলামি পোশাক ঠিক আছে, বাট মুখে নিকাব পরা আইন করে বন্ধ করা উচিৎ। ইসলামে নিকাব পরতে বলা হয়নি আর এই নিকাব কুকামের অন্যতম হাতিয়ার।
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৫
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: জনাব আপনি কই পাইলেন যে নিকাবে কুকাম হয় ?? আপনি কি দেখেছেন কখনো খাচ নিকাব কি ??? যা দেখেন তা নিয়ে মন্তব্য করা ঠিক না !!! আপনার জানা উচিত পর্দা কি পর্দা কাকে বলে
?? যদি জানতেন এমন বেফাস মন্তব্য করার সাহস পেতেন না !!
৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৩
নতুন বলেছেন: যদি নিদৃস্ট কোন ইউনিফরম না থাকে এবং যদি জিন্স/টি সাট` এলাউ করে তবে পান্জাবীতে সমস্যা হবে কেন?
বিশ্ববিদ্যালয় নিদৃস্ট ইউনিফ`ম ঠিক করুক নতুবা এটা কে তো সবাই একচোখা সিদ্ধান্ত হিসেবেই দেখবে।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৫
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: হায় হায় রে!! অহন কি করবেন?
ইসলামরে বাঁচাইতে পারবেন??
৯৫% মুসলিমের দেশ বাংলাদেশে ইসলাম মনে হয় গেল গেল!!
পৃথিবীর সব দেশে ইসলাম থাকবে শুধু থাকবে না বাংলাদেশে।
জয় হোক ইসলামের!
জয় হোক আপনাদের!!
৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৭
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: আপনের মতো কয়েকজন ব্লগারের ইসলামকে নিয়ে কান্নাকাটি দেখে ওই কথাগুলো মনে আসলো। তাই বলে ফেললাম।
আমার মনে হয় আপনি রাগ করলেও আমার উপর কিছু মনে করবেন না!!
নাকি??
৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৮
বাউন্টি হান্টার বলেছেন:
এবার তোরে একটা গালী দেয়।
তুই আমাকে দেখা ইসলামে কোথায় মুখে নেকাব দেয়ার কথা বলা আছে।
তোরই আগে জানা উচিৎ পর্দা কী পর্দা কাকে বলে।
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৬
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: আগে বলেন কোথায় নাই ???
সতর্কীকরণঃ টা পড়ে নিন ।
৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫১
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: ১৪০০ বছর ধরে পোশাক আ পর্দা করতে করতে তারা ইসলামকে এখন এই পর্যায়ে নিয়ে এসেছে।
সবই কো আল্লাহই করায়।
নাকি?
৮| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৬
আহলান বলেছেন: এমন তো ঠিক না। আর ভর্তির আগে যদি ড্রেস কোড শর্ত থাকে তাহলে ভিন্ন কথা ... কারণ শর্ত জেনে ভর্তি হলে শর্ত মানতে হবে ....
৯| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৮
জেকলেট বলেছেন: আমাদেরকে এইভাবেই বুঝানো হইছে। এবং আমরা প্রতিবাদ না করে উদাসিনভাবে তাই মেনে নিছি। প্রথমে বলা হইছে ধর্ম যার যার তার তার, ধর্ম একান্ত ব্যাক্তিগত ব্যাপার। তারপর যে যেমনে খুশি চলবে তারপর ও ধর্ম অক্ষুন্ন থাকবে। ইসলামের মৌলিক বিধান না মেনে চল্লেও এবং অস্বিকার করলেও মুসলমান বলা যাবে। কারন আপনি আমি কে একজনের ধর্ম ডিফাইন কর দেবার?? তারপর বলা হলো খোলাফায়ে রাশিদীনের সময়কার আইন, আল্লার রাসূলের সময়কার আইনগুলো হচ্ছে মধ্যযুগিয় আইন। এই আইনদ্বারা এখনকার সময় চলবেনা। তারপর বলা হল এইগুলো বরবর আইন। তারপর বলা হল ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা না। যার যার ধর্ম তার তার। এখন ষ্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ড্রেস কোডের কথা বলে বা ধর্মিয় জঙ্গিবাদের কথা বলে ইসলামি ড্রেস নিষিদ্ধ করা হচ্ছে। তারপর মানুষের অসুবিধার কথা বলে আযান নিষিদ্ব করা হবে হয়ত। তারপর জায়গা সংকটের কথা বলে মসজিদে পুজার ব্যাবস্তা করা হবে এবং একে সম্প্রদায়িক সম্প্রতির উদাহরন হিসেবে তোলে ধরা হবে। তারপর আরো অনেক কিছু হবে। আধুনিকতার নামে প্রগতিশীলতার নামে আমরা আরো অনেক কিছু দেখব।
যে জাতি নিজের আইডেন্টিটির ব্যাপারে এত বেখবর ওদের এ ছাড়া আর কি হবে??
১০| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১২
মিউজিক রাসেল বলেছেন: একজন মেয়ের জিন্স পড়ে আসার স্বাধীনতা থাকলে কেন হিজাব করে আসার স্বাধীনতা থাকবে না? আমার মনে হয় একটা স্বাধীন রাষ্ট্র ছাড়া এই প্রশ্নের উত্তর দিতে হলে অনেক চিন্তা করে দিতে হবে। ভালো লিখেছেন চালিয়ে যান। ++++++++++++
১১| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৫
বাউন্টি হান্টার বলেছেন: ইসলামে কোথাও মুখ ঢাকতে বলা হয়ানি। এবার তুই বল কোথায় বলা হয়েছে। ইসলাম কে এই তোরই জংগী বানাচ্ছিস।
২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: এটা ঘারতেরামির জায়গা না অনর্থক ক্যাচাল নয় তাহলে মন্তব্য মুছে ফেলা হবে !!! তোমাকে বলেছি কোথায় নাই সেটা বল আর কোথায় পেয়েছ যে মুখ ডাকা লাগবেনা ইসলাম মানুষের বানানো সংবিধান বা আইনে চলে না ?? কোথাও নাই এটা কি মামার আবদার পাইছ তুমি বলবা আমি মেনে নিব ???
১২| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
মাহমুদ মাহাদী বলেছেন: ভাই , আপনি যদি মনে করে থাকেন আপনি বেশি জানেন তবে আপনার ভাষা তুই থেকে একটু উপরে উঠিয়ে কথা বলুন। নেকাব বাদ দেন আগে মেয়েদের নু্ন্যতম পরদার অধিকার দেয়া হোক আর আমার ধারমিক ভাইদের ইসলামি পোশাক পড়ে শিকষা পরতিষ্ঠানে আসার সুযোগ দেয়ার দাবি করুন।
আর যদি মনে করেন আপনি আমাদের দলের না তবে আপনার আর কথা না বাড়ানই ভালো।
মূল ব্যাপার থুইয়া আজাইরা জিনিস বাদ দেন।
১৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
বাউন্টি হান্টার বলেছেন:
তোরে তুই বলা যাবেনা এটা ইসলামে কৈ লেখা আছে সেটা আগে বল?
১৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
বাউন্টি হান্টার বলেছেন:
খা.পো জংগী যদি এক বাপের পোলা হয়ে থাকিস কোন হাদিসে লেখা আছে যে মুখ ঢাকতে হবে সেটা এখানে দেখা।
২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: ভাল করে পড়ে দেখুন
কুরআন ও হাদীসের দৃষ্টিতে পর্দার হুকুম ও পরিধি
১৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
গেম চেঞ্জার বলেছেন: গালাগালি সুস্থ মানসিক ব্যক্তির পরিচায়ক নয়। ড্রেস কোড দেয়া থাকলে অবশ্য আপনার অভিযোগ মেনে নেয়া যায় না।
তবে না দেয়া থাকলে ঐ ভিসি ব্যক্তিস্বাধীনতা লংঘনের দায়ে অভিযুক্ত। ধর্ম মুখ্য নয়, মুখ্য হচ্ছে ব্যক্তিস্বাধিনতা।
২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: না জনাব ড্রেস কোড নেই ভিডিও টি দেখুন তাহলে বুঝতে পারবেন ।ধন্যবাদ ।
১৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫০
কানিজ রিনা বলেছেন: নিকাব পরা আমার ব্যাক্তিগত স্বাধিনতা। তাই বলে
কুকামের হাতিয়ার এটা ঠিকনা। বিস্ববিদ্যালয়ে যখন
একটি মেয়ে জিন্স প্যান্ট পরা আটকে থাকবে না
তখন একটি ছেলে পান্জবী পরাও আটকাবেনা।
এটাই অধিকার।
ইসলাম শুধু পোশাকেই সীমাবদ্ধতা নয়। কোরানে
গ্যান বিগ্যানের আলোচনায় সামিল হই আসুন।
১৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৭
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: আজকে মানব বন্ধন হয়েছে তার কিছু ছবি ।
আজকে মানব বন্ধন হয়েছে তার কিছু ছবি ।
আজকের এই আন্দোলন সত্যিকার অর্থে ইসলামের আদর্শ, সংস্কৃতি রক্ষার আন্দোলন। এই আন্দোলনে যারা শরীক হয়েছে তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। রক্তের বিনিময়ে হলেও ধর্মীয় পোষাক পরে জ্ঞানার্জনের অধিকার ফিরিয়ে আনতে হবে। প্রয়োজনে আইইউবিএটি’ কে সার্বিকভাবে প্রতিরোধ করতে হবে। যে কোন ত্যাগের বিনিময়ে এই অধিকার ছিনিয়ে আনতে হবে। পিছপা হওয়ার কোন সুযোগ নেই বন্ধুরা। তোমাদের স্বাগতম।
আজকে মানব বন্ধন হয়েছে তার কিছু ছবি ।
আজকে মানব বন্ধন হয়েছে তার কিছু ছবি ।
আজকের এই আন্দোলন সত্যিকার অর্থে ইসলামের আদর্শ, সংস্কৃতি রক্ষার আন্দোলন। এই আন্দোলনে যারা শরীক হয়েছে তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। রক্তের বিনিময়ে হলেও ধর্মীয় পোষাক পরে জ্ঞানার্জনের অধিকার ফিরিয়ে আনতে হবে। প্রয়োজনে আইইউবিএটি’ কে সার্বিকভাবে প্রতিরোধ করতে হবে। যে কোন ত্যাগের বিনিময়ে এই অধিকার ছিনিয়ে আনতে হবে। পিছপা হওয়ার কোন সুযোগ নেই বন্ধুরা। তোমাদের স্বাগতম।
১৮| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: এই বয়ান টি শুনুনঃ
ইসলামী পোষাকে যাদের আপত্তি তারা মানুষ নামের কলংক!
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৭
রংহীন-পানি বলেছেন: ইসলাম ধর্ম নিয়ে এত চুলকানি ক্যারে ??
যার ধর্ষন করে আর যারা ধর্ষনের উষকানি দেয়..সেখানে সমস্যা নেই...
সমস্যা হলো ডেস.... হায়রে দুনিয়া... হায়রে শিক্ষিত লোক...!