![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।
দেশের সকল নাগরীককে দেশ প্রেমিক হয়ে দেশের উন্নায়নের জন্য এক সাথে কাজ করতে হবে।আমাদের দেশের যে দল যখন ক্ষমতায় আসে তখন তারা কোন না কোন বিদেশি প্রভু ভক্ত হয়ে দেশের সার্থকে জলান্জলি দিয়ে প্রভুদের সার্থ সিদ্ধির জন্য মরিয়া হয়ে উঠে শুধু মাত্র দলীয় সার্থ হাসিল করার জন্য এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ।শুধু কি দলীয় না নিজেদের আখের গুছানোর জন্য যত্তসব দুর্নীতি সন্ত্রাসীসহ সাধারন জনগনের উপর নির্যাতনের ষ্টীম রুলার যা বিটিশ নির্যাতনকেও হার মানিয়ে দেয় এই দেশের বর্তমান রাজনিতিবীদদের !! তারা কি করে এদেশের জন্য ?? তারা কাদের ভোট নিয়ে জনগনের প্রতিনিধি নির্বাচন হয়েছে ?? তাদের আচরন মনে হয় তারা হাওয়ায় ভর করে ক্ষমতার রথে চড়েছে !!
সরকার কিংবা বিরোধীদল কারও কিছু করার নেই। সবাই যেনো নির্লিপ্তভাবে চেয়ে আছে। এসব দেখে মনে হচ্ছে, তাদের দেশের মানুষের দরকার নেই, দেশের মানুষের জীবন জীবিকার দরকার নেই, মানুষের নিরাপত্তার দরকার নেই, ছেলে মেয়েদের লেখাপড়ার দরকার নেই, দরকার শুধু ক্ষমতার। শ্রদ্ধাভরে বলছি দুই নেত্রীর একজন সংবিধান আঁকড়ে ধরে ক্ষমতায় থাকতে চায়, আর আরেকজন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আঁকড়ে ধরে ক্ষমতায় যতে চাই। তাই দুজনই ক্ষমতা ছাড়া আর কিছুই চিনেন না। এটাই দুজনের একমাত্র লক্ষ্য। আর এই দুজনের ক্ষমতার টানাপড়েনের মাঝখানে পড়ে আমাদের সাধারণ মানুষের জীবন যাচ্ছে। তাই দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। কিন্তু এতো মানুষের প্রাণ, এতো মায়ের কান্না, আগুনে পোড়া মানুষের যন্ত্রণায় আর্তনাদ, বিদেশিদের অনুরোধ তা সত্ত্বেও তাদের দুজনের সিদ্ধান্তের কোন পরিবর্তন নেই।
এই ভাবে দেশ চলতে থাকলে সারা জীবন আমরা সোনার হরিন ও উন্নায়নের স্বপনো দেখেই যাব কিন্ত বাস্তবে কখোনই এই স্বপনো পূর্ন হবেনা।আমাদের দেশের রাজনিতি প্রশাসন নিতি ও বিচার বিভাগের কাজ কর্ম দেখে আমার মনে হচ্ছে এই দেশে হ্যামিলনের বাঁশি ওয়ালার মত একজন বাঁশি ওয়ালার জন্ম হওয়ার প্রয়োজন।যে তার বাঁশির শুর দিয়ে দেশের অসত্ চরীত্রের ও দুর্নিতিবাজ রাজনিতিবিদ,প্রশাসন বিভাগের ঘুষখোর কর্মচারী,বিচার বিভাগের অসত্ ও প্রভু ভুক্ত বিচারক এবং বিভিন্ন পেশায় নিযুক্ত ক্রম ক্রতা ক্রম চারী যারা প্রতিনিয়ত দুর্নিতি করে দেশের অর্থ হাতিয়ে নিচ্ছে তাদেরকে সেই বাঁশিওয়ালার বাঁশির এক ফুতে বঙ্গোপসাগরের অতল গভীরে নিক্ষেপ করে দেশকে স্বদেশি শ্ত্রুর হাত থেকে রক্ষা করবে।
২| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
চাঁদগাজী বলেছেন:
কেহ বাঁশী বাজালে তার থেকে দুরে থাকবেন; আপনাকে সাগরে ডুবাতে পারে।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
ধমনী বলেছেন: কে বাজাবে বাঁশি, কেমন হবে তার সুর.......
৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
বিদ্রোহী সিপাহী বলেছেন: নিরাশ হইয়েন না ভাই। আসছেন আমাদের নেতা...
৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: এমন যদি চলতে থাকে দেশ তাহলে ভবিষ্যতে কোন পর্যায়ে যাবে ভেবেছেন কেহ ???
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮
kazimasudrana বলেছেন: লিখাটি অসাধারন লিখছেন