![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।
যা ধারনা করেছিলাম তাই হতে চলেছে,,
ফ্রান্সে সিরিয়ার শরনার্থী ক্যাম্পগুলোতে আগুন দেওয়া হয়েছে। প্যারিস হামলাকে অজুহাত করে প্যারিস হামলার ঘণ্টা খানেকের মধ্যেই গভীর রাতে ঘুমন্ত শরনার্থী ক্যাম্পে আগুন দেয় ফ্রান্সের অধিবাসীরা। দূর থেকে প্রকাশিত ভিডিও ও ছবিতে, বিশাল অগ্নি কুণ্ডলী জ্বলতে দেখা গেছে, উল্লেখ্য আগুনে পুড়িয়ে ফেলা রিফিউজি ক্যাম্পে ৬ হাজার সিরিয় শরনার্থী বাস করতো। তবে হতাহতের কোন খবর প্রকাশ করা হয়নি।
এদিকে, সোস্যাল মিডিয়ায় ফ্রান্সের জনগণ এ হামলার পর আনন্দ প্রকাশ করেছে। কেউ বলছে, ‘তাদের আগুনে পুড়িয়ে মারো’, ‘কেউ বলছে সব রিফিউজিকে দেশ থেকে বের করে দাও’, কেউ বা বলছে ‘তাদের এখানে থাকার কোন অধিকার নেই’।
তবে আমার মনে হয়, নিরাপরাধ সিরীয় শরনার্থীদের শিবিরে আগুন দেওয়ার ঘটনা কোন গুরুত্বপূর্ণ খবর নয়।
আসুন আমরা প্রোফাইলে ফ্রান্সের পতাকা লাগাই, হ্যাশট্যাগ মারি প্রে-ফর-ফ্রান্স, আই-এম-উইথ-ফ্রান্স।
আফসোস হয় কথিত বিবেক হীন মানুষের জন্য।আগুন লাগিয়ে মুসলীম সরনার্থিদের হত্যা করছে তাতে বিন্দু মাত্র মন কাঁদবে না জানি কারন তারা তো মুসলমান। তাদের জন্য মানবতা থাকতে নেই।
খবরের সূত্র: ১
খবরের সূত্র: ২
খবরের সূত্র: ৩
[/sb
মুল ঃ Forhad Hossain
২| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৮
নতুন বলেছেন: প্যারিস হামলাকে অজুহাত করে প্যারিস হামলার ঘণ্টা খানেকের মধ্যেই গভীর রাতে ঘুমন্ত শরনার্থী ক্যাম্পে আগুন দেয় ফ্রান্সের অধিবাসীরা।
আপনি যেইভাবে লিখেছেন তাতে মনে হচ্ছে যে ফ্রান্সের অধিবাসীরা সবাই ঘুমন্ত শরনাথী`দের ক্যাম্পে আগুন দিয়েছে???
নিউজে লিখা আছে যে The Angry of Calais' নামের শরনাথী` বিরোধী গ্রুপ এদের আশ্রয় দেওয়ার বিরোধিতা করছে....
আফসোস হয় কথিত বিবেক হীন মানুষের জন্য।আগুন লাগিয়ে মুসলীম সরনার্থিদের হত্যা করছে তাতে বিন্দু মাত্র মন কাঁদবে না জানি কারন তারা তো মুসলমান। তাদের জন্য মানবতা থাকতে নেই।
এই আগুনে কতজন মারা গেছে সেটাতো নিউজে আসেনাই। আপনার কাছে খাস কোন নিউজ এসেছে?
--মিডিয়াতো আগুনে নিহতের কোন কথা আসেনাই.... কিন্তু আপনি উপরের লাইনে বলেছেন হত্যা করছে?? এটা কি মিথ্য হয়ে গেলো না?
http://www.voice.pk/videos/syrian-refugee-camp-in-france-set-on-fire-after-deadly-paris-shooting/ << এখানে বলাহয়েছে কেউ আহত হয়নি...
দেরশত মানুষ মারা গেল সেটা আপনার খারাপ লাগলো না কিন্তু এই আগুন দেওয়াতে আপনার কলমে আগুন ঝড়া শুরু করলো?
৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২৮
ইসলামের ইলম বলেছেন: হে আল্লাহ, মুসলমানদের সাহায্য কর।
যখন ফ্রান্সের কিছু অমুসলিম মানুষ কিছু দ্বারা আক্রান্ত হল, তখন পুরো বিশ্ববাসীর বিবেক কেপে উঠল। কারন তারা ফ্রান্স বাসী। আর এই অসহায় মানুষগুলো যারা নিজেদের ঘরবাড়ি, আত্নীয় স্বজন ছেড়ে নিজেদের জীবন নিয়ে কোন ভাবে বাচাঁর চেষ্টা করছে, তাদের উপর কিনা হামলা হল, তাও ঘুমন্ত অবস্থায়।
ধিক! হে মানবতা তোমায় ধিক!
অমুসলিমদের জন্য শোকের মাতম,
আর মুসলিমদের জন্য হলে, এটাই তাদের প্রাপ্য।
কিছু সংখ্যক মুসলিম যখন কিছু করে, তখন সমস্ত মুসলমানদের উপর দোষ আসে।
আর
যখন কিছু অমুসলিম করে তখন শুধুমাত্র সেই গ্রুপের নামই আসে, সমস্ত অমুসলিমদের নয়।
এই হল মানবতা!!
এই হল মানুষের হাতে বানানো সমাজের আইন-কানুন এর অবস্থা!!
এই তো বলবেন সমস্ত বিশ্ববাসী।
হে আল্লাহ, তুমি সাক্ষ্য থেক আল্লাহ, আর মাযলুমের উপর রহমত নাযিল কর। আমিন।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: প্যারিসে হামলায় সব চাইতে বেসি ক্ষতি হয়েছে মোসলমানদের ।
ভয়াবহ এক দুঃসময়ের মুখোমুখি আমাদের বিশ্ব। আমরা, যারা হাতির পদপিষ্ট উলুখাগড়া ভিন্ন কিছু নই, তাদের উচিত হবে একদিকে প্রবলতম ভাষায় ও ধিক্কারে আইএসকে প্রত্যাখ্যান। অন্যদিকে যেকোনো রকম যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থা পরিষ্কার করা
"যেহেতু তারা ইসলামের নামে এই রক্তের হোলি খেলায় মেতে উঠেছে, এই অধর্মের বিরুদ্ধে সবচেয়ে কঠোর প্রতিবাদ আসা উচিত মুসলমানদের কাছ থেকেই। মুসলমানদের ধর্ম ও সৃষ্টিকর্তার নামে দোহাই দিয়ে যারা এই নির্মম খেলায় লিপ্ত, তাকে ঠেকানোর—তাকে প্রত্যাখ্যান করার—প্রধান দায়িত্ব মুসলমানদের।"
৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২১
নক্শী কাঁথার মাঠ বলেছেন: রোহিঙ্গারা যদি এখন ঢাকায় এরকম একটা ঘটনা ঘটাতো, আমরাতো রোহিঙ্গা সব মাইরা ফালাইতাম। ওরা ভদ্র জাতি বলে শুধু সিরিয়ানদের ক্যাম্পে আগুন দিয়েছে....
১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: জনাব আসলে কি তারা (মুসলিমরা)এই হামলা করেছে ??? না মুসলমান নামদারী কিছু শয়তান তাদের এজেন্ট ?? আমাদের কাছে এটা স্পষ্ট যে সেখানে হামলা হয়েছে ?? তবে যারাই করুক এটা নিন্দনীয় কাজ ??
আমার পরবর্তী লেখা
"' প্যারিস হামলা এটা মুসলমানের কাজ না ,ইয়াহুদ খৃষ্টানদের মুসলিমদের নিধন করার চক্রান্ত । "'
৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
নক্শী কাঁথার মাঠ বলেছেন: একজন মুসলমান হিসেবে আমার কাছে ইসলাম ধর্মকে পৃথিবীর ক্যান্সার বলে মনে হয়... তাহলে বিধর্মীদের মনে এই ধর্ম নিয়ে কেমন ধারনা হয়েছে সেটা বলাই বাহুল্য।
৭| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
নক্শী কাঁথার মাঠ বলেছেন: "মুসলমান নামদারী কিছু শয়তান"
- তাহলে মুসলিমরাই হামলা করেছে। এখন শয়তান মুসলিম না ভালো মুসলিম হামলা করেছে, সেটা অন্য ধর্মাবলম্বীদের দেখার কথা না সাধারন ভাবে।
৮| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২
সজিব হাওলাদার বলেছেন: ঠিকইমানবতা থাকতে নেই
৯| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
মাহিরাহি বলেছেন: @নক্শী কাঁথার মাঠ
এই দেশের ৯০% মুসলমান
দাদা ভারতে গেলেই পারেন
১০| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: #অসম্প্রদায়িক প্যারিসের ল্যাঞ্জা বেড়িয়ে পড়েছে
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড দেশের কয়েকটি মসজিদ বন্ধের নির্দেশ দিয়েছেন। আর বলেছেন, মুসলিমদের দেশান্তর করা হবে। একই হামলার অজুহাতে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের গভর্নর তাদের দেশে সব ধরনের মুসলিম শরণার্থীকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।
অথচ হামলায় কারা জড়িত এখনো নির্ণয় সম্ভব হয়নি। বিশ্ব নেতারা অনেকেই এখনো এ হামলায় দায়ী করছেন নানাজনকে। মাহাথির মুহাম্মদ দায়ী করেছেন ইজরাইলকে। আর ইউকিলিকস বলেছে হামলার দায় আমেরিকার। ওবামা বলেছে দায় বুশের। সব কিছু রেখে তারা মসজিদ বন্ধ আর মুসলিমদের দেশান্তর করার ছক আঁকতে লাগল।
লেঞ্জাটা দেখতে পাচ্ছেন তো? পাওয়ার কথা। কারণ বলা হয় ‘লেঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড’।
১১| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১১
মো: মাসুদুর রহমান পাশা বলেছেন: But it is also true that many muslims are behaving like terrorist.They are involve in terrosrist activity. Thats why I hate them. I believe in secular world. Only for these some terrorist stabbed me. Even my life is not safe now. All these muslim should be hang up till death.
১২| ১৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:০৯
সত্যের অন্বেষায় বলেছেন: নক্শী কাঁথার মাঠ, আপনি ইসলামকে পৃথিবীর ক্যানসার বলেছেন। যারা ইসলাম ধর্মবিরোধী কথা লেখার জন্য ব্লগারদের খুন করছে, তারা আপনাকে খুন করলে আমি অবাক হবো না। আপনি তাদের উস্কে দিচ্ছেন। কথা বলা বা লেখার স্বাধীনতা মানে যা খুশি তাই বলা বা লেখা নয়। এখানে দেখতে পাচ্ছি, সেকুলারিজমের মানে হচ্ছে ইসলাম বিরোধীতা।
মো: মাসুদুর রহমান পাশা, সেকুলারিজম মানে ইসলাম বিরোধীতা নয়। কিন্তু আপনি ইসলাম বিরোধী, সেকুলার নন।
আমি ওদের সমর্থন করিনা, যারা খুন করছে ব্লগারদের। কিন্তু আপনাদেরকেও সমর্থন করতে পারিনা, কারণ আপনারা ওদের উস্কানি দিচ্ছেন। ছোটবেলায় একটা খেলা খেলেছি, কুমির ও মানুষের খেলা। কয়েকটা বৃত্তের ভেতর কয়েকজন থাকত মানুষ, আর বৃত্তের বাইরে একজন থাকত কুমির। বৃত্তের বাইরে বেরিয়ে, "কুমির তোর পানিতে নেমেছি" বলতে হতো; তখন কুমির যাকে পারত আক্রমণ করত। আপনারা বাস্তব জীবনে কুমির আর মানুষের খেলা খেলছেন। গ্রামে একটা কথা বলতে শুনতাম, "পাগলা তুই ক্ষ্যাপ তো, ক্ষ্যাপ; নইলে তোর পাছায় দিলাম ছ্যাপ।" আপনারা পাগলা ক্ষ্যাপাচ্ছেন, পরিণতি তো ভোগ করা উচিতই।
১৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২১
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: প্যারিসে হামলার দায়িত্ব্য স্বিকার করলো আইএস। অথচ জনপ্রিয় সাইট উইকিলিকস দাবি করলো, ঘটনা আমেরিকা ঘটিয়েছে। . আমেরিকা পড়ে গেলো বিপদে। গোপন তথ্য প্রকাশ করে কারিশমা দেখানো ব্যাপক জনপ্রিয় সাইট উইকিলিকস যখন আমেরিকার বিরুদ্ধে এমন তথ্য দেয় তখন বিশ্বাস করার যথেষ্ট কারণ থেকে যায়। আমেরিকাও সেটা বুঝে। . জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা স্বভাবতই বিশ্বাস করতে শুরু করলেন, এসবের পিছনে আমেরিকার হাত আছে। আমেরিকাই আই এস দিয়ে এসব ঘটিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নাম করে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের আখের গোছাচ্ছে। . উইকিলিসের তথ্য অনুসরণ করে তাবৎ মিডিয়া যখন আমেরিকার সাথে আই এস এর সখ্যতার হেড লাইন করার প্রস্তুতি নিয়ে রেখেছে, ঠিক তখন আমেরিকায় হামলার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করে আমেরিকার পাশে দাড়ানো হলো . আর আমেরিকাও বলার সুযোগ পেলো, আমরাও তো নিরাপদ নই তাদের হাতে। তারাও আমাদের শত্রু। আমি খাড়ায়া যামু, আর আপনারা বসায়ে দিবেন !! . আমেরিকাতে হামলার ঘোষনা দেওয়ার এটাই ছিলো মোক্ষম সুযোগ। হামলা হোক আর না হোক, মিডিয়ার অনাগত হামলা থেকে আমেরিকাকে বাচাঁনো গেলো, এটাই বা কম কি ? কেউ যদি প্রশ্ন করেন, ফ্রান্সে হামলার আগাম ঘোষনা দেওয়া হলো না কিন্তু আমেরিকার বিষয়ে আগাম ঘোষনা কেন ? উত্তরটা পেতে হলে আপনাকে একটু খানি বুদ্ধি খরচ করতে হবে। আমেরিকা যে আই এস এর চরম বন্ধু ! কেউ বিশ্বাস না করলেও সাধারণ মুসলিমরা এটা বিশ্বাস করা শুরু করেছে।
১৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০২
নক্শী কাঁথার মাঠ বলেছেন: @সত্যের অন্বেষায় - ক্যান্সারতো মৃত্যু ঘটায়, তাইনা? ব্লগাররা ক্যান্সারে মারা যাচ্ছে, ব্যাপারটা কি সেরকমই হলোনা? এই জন্যই আমাদের দেখতে পারেনা বিধর্মীরা, এজন্যই ওরা মনে করে আমরা ক্যান্সার, আর আমি মুসলিম হয়েও তার মধ্যে ভুল দেখিনা। তাদের জায়গায় আমি হলেও তাই ভাবতাম, আপনি হলেও সেভাবেই চিন্তা করতেন, কারন মুসলমান হয়ে আরেক মুসলমানের প্রতি সহানুভূতিটা তখন আর আপনার থাকতোনা, নিজেদের দোষটা চোখে পড়তো তখন। আমরা নিজেদের দোষ কখনই গুরুত্ব দিয়ে দেখিনা, সেটা একটা সমস্যা।
__________________________________________
"মাহিরাহি বলেছেন: @নক্শী কাঁথার মাঠ
এই দেশের ৯০% মুসলমান
দাদা ভারতে গেলেই পারেন "
- গেলেতো এ্যান্টার্টিকাতেও যেতে পারি, সেটা সমস্যা না। তবে আপনার মন্তব্যটা একটা টিপিক্যাল মুসলিম চিন্তা-ধারার উদাহরন মাত্র। মুসলমানরা এরকম চিন্তা-ধারা থেকে বের হয়ে আসতে পারেনা বলেই অন্যরা আমাদের দেখতে পারেনা।
১৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৬
সত্যের অন্বেষায় বলেছেন: নক্শী কাঁথার মাঠ, কেউ যদি আপনাকে , আপনার মা-বোনের সাথে অশ্লীল কিছু করার কথা বলে গালি দেয়; আপনি কি তাকে আদর করে বুকে জড়িয়ে ধরে বলবেন যে: "যাও ভাই, করে আসো" ? আপনি কি করবেন? চুপ করে থাকবেন? ধর্মীয় ব্যাপারটা কিন্তু এর চেয়েও গুরুতর। বিধর্মীদের, মুসলিমদের সাধারনিকরণ (generalization) আপনি মেনে নেবেন? সব মতাদর্শ মেনে নেয় সেই ব্যক্তি, যার নিজস্ব মতাদর্শ নেই। যে কোন জায়গায় আশ্রয় সে ই নেয়, যার নির্দিষ্ট আশ্রয়স্থল নেই। There are rotten apples everywhere. বাজে মানুষ সব ধর্মেই আছে, তাই বলে পুরো জাতিকে দোষ কিন্তু মুসলিম ছাড়া অন্য কাউকে দেয়া হয় না। ভারতে কিছুদিন আগে এক গরীব মুসলমানকে পিটিয়েছে অথবা মেরে ফেলেছে হিন্দুদের একটি সংগঠনের লোকেরা গরুর মাংস রান্না করেছে বলে মিথ্যা অভিযোগ করে। আপনি কি হিন্দু ধর্মকে ক্যানসার বলবেন? বাংলাদেশে হিন্দু/খৃস্টান চোর-ডাকাত, সন্ত্রাসী নেই? নিজের বিবেককে প্রশ্ন কিছু বলার বা লেখার আগে। গুজরাটে ৫০০০/৬০০০ মুসলিমকে মেরে ফেলেছে ২০০১ সালে। আপনার কি মন্তব্য এ ব্যাপারে?
১৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৮
সত্যের অন্বেষায় বলেছেন: সংশোধন: নিজের বিবেককে প্রশ্ন করুন কিছু বলার বা লেখার আগে।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১০
চাঁদগাজী বলেছেন:
কি হচ্ছে দেখেন, বাংগালীরা কোন পক্ষে তাতে কিছুই আসে যায় না।