নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বাধীন দেশের পরাধিন মানব । স্বাধিন ভাবে বলতে চাই ,জানাতে চাই ,শিখতে চাই ,চাই বাক স্বধিনতা ।

সীমান্তের ঈগল(পরাজিত বীর)

আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।

সীমান্তের ঈগল(পরাজিত বীর) › বিস্তারিত পোস্টঃ

আসামীরা নয় প্রাণভিক্ষার আবেদন সরকারের লুল

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪

(সতর্কীকরণঃ-যারা চেতনা বাজ আছেন তাদের এই পোস্ট পড়া নিষেধ। কারণ চেতনা দন্ড দাড়াইয়া গেলে আমি দায়ী নই)



মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনালের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে রাষ্ট্রপতির কাছে করা প্রাণভিক্ষার আবেদন মুলত সরকারই করেছে।
আর এ জন্য সরকার কিছুটা বাকা পথ অবলম্বন করে বিষয়টি মিডিয়ায় প্রচার করার এক অপকৌশলে লিপ্ত হয়েছে যা এখন জাতির কাছে এখন পরিষ্কার।
দন্ডিত দু'জন ফাঁসির আসামীকে তাদের পরিবার, আইনজীবী এবং গোটা জাতি থেকে বিচ্ছিন্ন করে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে যখন বলা হয়, সেই মহামনবেরা mercy petition করেছেন। তখন আর যাই হোক, জন্ম নেয়া কোনো পিতার সন্তান এই কথাটুকু বিশ্বাস করবেনা..!

রাষ্ট্রপতি কাছে কোন আসামী যদি প্রাণভিক্ষার আবেদন করে তাহলে নিয়ম অনুযায়ী আসামীর পরিবার ও আইনজীবিরা সবার আগে জানবে কিন্তু তারা কেউ জানেনা জানে শুধু সরকার ও নিরপেক্ষ(?) মিডিয়া।

এ সব ভন্ডামী ছাড়েন সত্যের পথে আসুন। মিথ্যাকে বাদ দেন। জনগনকে বোকা মনে করবেন না। জনগন বোকা নয়। জনগনকে যারা বোকা মনে করে তারা হচ্ছে আসল বোকা
জুডিশিয়াল মার্ডারের(বিচারিক হত্যাকান্ড) এক জঘণ্য বিরল দৃষ্টান্ত স্থাপন বাংলাদেশ!
ক্ষমতাধররা জানেনা হয়তো যে রাত যতো গভীর হয় প্রভাত ততো ঘনিয়ে আসে, শয়তানে শয়তানি যখন সিমা ছাড়িয়ে যায়,আল্লাহতালার গজব তখন ই নাজিল হয়,ক্ষমতাধর থেকেও শত গুন শক্তিধর ছিল ফেরাউন নমরুদ আবুজাহেল গং তাই সে দীন বেশি দুরে নয় দুনিয়া বাসি দেখবে এই নবো ফেরাউনের পরিনতি,ইনশা আললাহ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৬

খোচা বাবা বলেছেন: খুবই দুঃখ লাগে, দেশের বেশির ভাগ মিডিয়া অবৈধ সরকারের দালালি করছে।

তাই অনেকের মত আমিও টিভি দেখি না এবং কোন পত্রিকা পড়ি না।

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: জি জনাব আমিও টিভি সংবাদ দেখিনা তবে সংবাদপত্র দেখি মাঝে মাঝে ।

২| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

জ্ঞানহীন মহাপুরুষ বলেছেন: প্রাণভিক্ষার বিষয়টা সাজানো নাটক ছিল বলেই মনে হচ্ছে।

৩| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

চাঁন মিঞা সরদার বলেছেন: সব কিছুরই শেষ আছে। অবিনশ্বর একমাত্র হায়াতের মালিক।

যেই ফ্যাসিষ্ট নাটক মঞ্চায়িত করে যাদের ফাসি দেয়া হয়েছে সেই নাটক শেষ হয়নি। নাটক শুরু হলো মাত্র। আর এই আগুন নাটকের কল্যানে এর সুরকার, লেখক, পরিচালক সবাই একদিন পুড়ে ছাই-ভষ্ম হয়ে যাবে।

ক্ষমতা চিরস্থায়ী করার আকাঙ্ক্ষা হাস্যকর। ক্ষমতা, মসনদ ও মানবদেহ একে অপরের পরিপূরক।সকলকেই বিদায় নিতে হবে। শুধু ক্ষমতার মসনদে ব্যাক্তির দেহ পরিবর্তিত হয়। মানবদেহ বিনাশী,মৃত্যু অবশ্যই সকলকে পাকড়াও করবেই। সময় খুবই নিষ্ঠুর। ইতিহাস সাক্ষি।

৪| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

দুখু বাঙাল বলেছেন: ইতিহাস কাউকে ক্ষমা করে না জানবেন। এই ইতিহাস প্রজন্মের মন মস্তিষ্কে মিশে থাকবে। ফের দেখা হবে ক্ষমতার হৃদবদলের ময়দানে।

৫| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬

ফ্রিটক বলেছেন: জামাত প্রানভিক্ষা বিশ্বাস করে না। এটা তো নাটক মেজোরিটি জানো।

৬| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

সাঈদ ফারুক বলেছেন: প্রাণভিক্ষার বিষয়টা সাজানো নাটক

৭| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

হাবিবুর রাহমান বাদল বলেছেন: জামাত প্রানভিক্ষা বিশ্বাস করে না। প্রাণভিক্ষার বিষয়টা সাজানো নাটক।

৮| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

অগ্নিবীণা! বলেছেন: এই নির্মমতার দায় এড়াতে পারবেনা মিডিয়ায় কিংবা সরকার, পৃথিবী তে কারো কাছে না হলেও অন্তত নিজের বিবেকের কাছে!

৯| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

সরকারী জল্লাদ বলেছেন: এই তাহলে ঘটনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.