![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।
চলতি বছর বিশ্বের ছবিগুলো থেকে বিভিন্ন দিক বিবেচনা করে বছরের সেরা ছবি নির্বাচন করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেনে সূর্যাস্তের সময় সন্তানকে নিয়ে খেলছেন এক ব্যক্তি। ২৫ জুলাই, ২০১৫ ক্রিমিয়ার কৃষ্ণ সাগরের বন্দর থেকে তোলা ছবিটিও ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়তা পায়।
জাপানের আওশিমা দ্বীপে পুরো একটি গ্রামে বিড়ালের বসবাস। ২৫ ফেব্রুয়ারি, ২০১৫ এহাইম এলাকা তোলা ছবিটি ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়তা পায়।
বিড়ালকে আদর করছে গরু। ২৬ জুলাই, ২০১৫ কানাডার কুইবেকের গ্রানবি এলাকার একটি ফার্ম থেকে তোলা ছবিটি ইনস্টাগ্রামে জনপ্রিয়তার কারণেই তালিকায় উঠে আসে।
তুষারে ঢাকা পথ দিয়ে হেঁটে যাচ্ছেন দুই তরুণী। ১৬ নভেম্বর, ২০১৫ কাজাখস্তানের আলমাতি থেকে তোলা ছবিটিও ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়তা পায়।
বহুতল ভবনের ওপর দিয়ে উড়ছে একটি ম্যাকাও পাখি। ৩১ মার্চ, ২০১৫ ভেনেজুয়েলায় কারাকাসের আভিলা পাহাড়ের কাছ থেকে তোলা।
আগুনের কারণে জঙ্গল ছেড়ে যমুনা নদীতে নেমে পড়ছে মহিষের পাল। ছবিটি ০৯ জুন, ২০১৫ নয়াদিল্লি থেকে তোলা।
ইন্দোনেশিয়ায় মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি থেকে বের হচ্ছে উত্তপ্ত লাভা। ছবিটি ২৫ জুন, ২০১৫ ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের তিগা সেরাংকাই গ্রাম থেকে তোলা। ছবিটি ‘দ্য ন্যাচালার ওয়ার্ল্ড’ এর সেরা ২০টি ছবির তালিকায় স্থান পেয়েছে।
মাথায় কলাপাতা দিয়ে বৃষ্টির হাত থেকে রক্ষার চেষ্টা। ছবিটি ১৭ অক্টোবর, ২০১৫ পানামার কোলন শহর থেকে তোলা। ছবিটি ‘দ্য ন্যাচালার ওয়ার্ল্ড’ এর সেরা ২০টি ছবির তালিকায় স্থান পেয়েছে।
বনের চারদিকে ফুটে আছে নীল ঝুমকো ফুল। তার মাঝ দিয়ে খেলা করে বেড়াচ্ছে দুই শিশু। ছবিটি ০৪ মে,২০১৫ যুক্তরাজ্যের মার্লবোরো থেকে তোলা। ছবিটি ‘দ্য ন্যাচালার ওয়ার্ল্ড’ এর সেরা ২০টি ছবির তালিকায় স্থান পেয়েছে।
সুত্র ঃ বার্তা সংস্থা রয়টার্স।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯
প্রামানিক বলেছেন: প্রত্যেকটা ছবিই সুন্দর। ধন্যবাদ
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রতিটি ছবিই সুন্দর।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
সুমন কর বলেছেন: গুড পোস্ট। সুন্দর !
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪
নিউ০০৭ বলেছেন:
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২
আবু শাকিল বলেছেন: ভাল লাগার পোষ্ট ।
ধন্যবাদ ।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার ছবি ব্লগ
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৫
রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার পোষ্ট।
বিড়ালের গ্রামটা বেশি ভাল লাগলো। বিড়াল ও গরুর বন্ধুত্বের ছবিও অপূর্ব লাগলো।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:০৪
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার ছবি ব্লগ
+++
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:১২
ফেরদৌসা রুহী বলেছেন: ওয়াও একেটার থেকে আরেকটা আরো সুন্দর।
ধন্যবাদ আপনাকে এই চমৎকার পোস্ট শেয়ার করার জন্য।
১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯
রিকি বলেছেন: আই লাইক ম্যাও অ্যান্ড ম্যাকাও
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
জুন বলেছেন: আমার মনে হয় শেষ ছবির ফুলগুলো আমার প্রিয় ফুল ভায়োলেট। আর ছবিগুলো দারুন। শেয়ারের জন্য ধন্যবাদ।
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: প্রথম ও সর্বশেষ ছবি দুটি অসাধারণ সুন্দর। প্রত্যেকটা ছবিই অর্থবহ।
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
আহমেদ জী এস বলেছেন: সীমান্তের ঈগল(পরাজিত বীর) ,
শেয়ার করার জন্যে ধন্যবাদ ।
"তুষারে ঢাকা পথ দিয়ে হেঁটে যাচ্ছেন দুই তরুণী" এটা সবচেয়ে বেশী ভালো লেগেছে ।
১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
মুনির মুহাম্মদ বলেছেন: অসাধারন
১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ সব ছবি...
১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
তানজির খান বলেছেন: সত্যি ছবিগুলো দূর্দান্ত। খুব ভাল লাগল পোস্ট।আপনার লেখায় আমার প্রথম মন্তব্য , আশাকরি পাসে থাকব। আমার লেখায় আপনাকে আমন্ত্রণ। শুভ কামনা রইল আপনার জন্য ,সেই সাথে রইল নতুন বছরের শুভেচ্ছা।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: জি জনাব ইনশা আল্লাহ পাশে থাকব ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩
গেম চেঞ্জার বলেছেন: চমৎকার একটা ছবিব্লগ.......++++
ম্যাকাও পাখিটা বেস্ট আর বেড়ালদের ছবিটা। আর গরুর মায়া করাটাও......