নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বাধীন দেশের পরাধিন মানব । স্বাধিন ভাবে বলতে চাই ,জানাতে চাই ,শিখতে চাই ,চাই বাক স্বধিনতা ।

সীমান্তের ঈগল(পরাজিত বীর)

আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।

সীমান্তের ঈগল(পরাজিত বীর) › বিস্তারিত পোস্টঃ

৫ জানুয়ারীর সমাবেশ ঃ এভাবে করতে দেবো না,হতে দিবো না বললে গনতন্ত্র থাকবে কি ভাবে?

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ ও বিএনপিকে কাল মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে কাল আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে এবং বিএনপি নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।


পুলিশের শর্ত:
দুই দলকে দেওয়া শর্তগুলো হলো:
দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত সমাবেশের সময়, রাস্তা বন্ধ করে দিয়ে সমাবেশ করা যাবে না, হাতে লাঠিসোঁটা বহন করা যাবে না, মাইক সীমিত জায়গার মধ্যে থাকবে, মিছিল করে সমাবেশে আসা যাবে না, যানজট সৃষ্টি করা যাবে না, সন্ধ্যার আগেই সমাবেশ শেষ করতে হবে।

মাননীয় ডি ত্রম পি কমিশনার সাহেব, উপরোক্ত শর্তগুলো দু দলের ক্ষেত্রে প্রজোয্য হবে তো, না শুধু বি ত্রন পি'র বেলায় প্রজোয্য হবে। সাধারনের বেলায় কিন্তু অনেক সন্দেহ কাজ করছে কারন আপনারা তো আবার পুলিশলীগ হয়ে গেছেন।
গনতন্ত্রকে সঠিক পথে চালাতে রাজনিতিক দলগুলো পরস্পরের প্রতি পরস্পরের শদ্ধাবোধ আর সহনশীলতা দেখানোর বিকল্প নেই।এভাবে করতে দেবো না,হতে দিবো না বললে গনতন্ত্র থাকবে কি ভাবে?

আইন হচ্ছে মাকরশার জালের মতো, শক্তিমান কখোনো সে জালে আটকায় না,পক্ষান্তরে দূর্বলের পক্ষে সে জাল ছেড়া অসম্ভব। কাজেই আওয়ামি লীগ আইন ভঙ্গ করলেও নির্বিঘ্নে সভা শেষ করবে, আর আইন ভংগের অপরাধে বিরোধিরা অপরাধি হবে (আইন ভঙ্গ না করলেও)শর্ত বিএনপিকেই মানতে হবে। আওয়ামীলীগকে কোন কাজ করা বা করা থেকে বিরত থাকতে বলে এমন সাধ্য কার?আগামী কাল ঢাকা শহর যেন শান্ত থাকে, সাধারন মানুষের গনতান্ত্রিক অধিকার যেন সুরক্ষিত থাকে । গনতন্ত্রের বিজয় এবং উদ্ধার কাজ যেন সুসম্পন্ন হয় ।


মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ০টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগে এই অবস্থা !!!! কেম্নে কি ???/

সবাইকি ভুই পাইছে? নাকি অনাগ্রহী!!!!!!!!!!!!

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: জনাব আমিও তো এই ডা ভাবতাছি ভুই পাইছে মনে হয় !!

২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: যা দেখার তা তো দেখেই এলাম। চুপ চুপ একদম চুপ! আজ গণতন্ত্র দিবস।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: ভাউ কি দেখলেন ???

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: গণতন্ত্র কে গ্যাং রেপ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.