![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বার বার পরাজিত তারপরেও আমি বীর ।
এ যেন কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতার ‘খুকীর অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা’ পঙ্ক্তিমালা সচিত্র রূপ। ছবি: সাইয়ান
এই পাখিটির নাম পাতি হুদহুদ। এখন খুব একটা দেখা মেলে না পাখিটির। ছবিটি ময়মনসিংহের চর জেলখানা থেকে তোলা। ছবি: জগলুল পাশা ।
শীতের সকালে জবুথবু হয়ে শিকারের অপেক্ষায় বসে আছে পাখিটি। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলার সাঘাটিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা ।
ভোরের শিশির বাড়ন্ত লাউয়ের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহু গুণে। ছবিটি বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
প্লাস্টিকের জিনিসের কদর বেড়ে যাওয়ায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মাটির তৈরি হাঁড়ি-পাতিলের। ছবিটি কেরানীগঞ্জর জিঞ্জিরা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
সবুজ বনে গাছের কচি পাতা খাচ্ছে বানর। ছবিটি সিলেটের হিলুয়াছড়া চাবাগান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
কচুপাতায় মুক্তোদানার মতো জমেছে শিশির বিন্দু। ছবিটি মুন্সিগঞ্জের শ্রীনগর দক্ষিণ কলাপাড়া থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
এই বানরগুলো চিড়িয়াখানার বানর না, এরা উন্মুক্ত। এরা পুরান ঢাকার বাসিন্দা। নানা প্রতিকূলতার মধ্যেও বানরগুলোর এখনো পুরান ঢাকার কিছু কিছু জায়গায় দেখা মেলে। ছবিটি পুরান ঢাকার রথখোলা এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
বাহারি ডানার প্রজাপতি! রাঙামাটি সদরের সাপছড়ি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
বিকেলে ইচিং বিচিং খেলায় মেতেছে পাহাড়ি শিশুরা। ছবিটি খাগড়াছড়ি সদরের পস্টানজয়পাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
সুত্র ঃ অনলাইন নিউস পেপার ।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯
কল্লোল পথিক বলেছেন: চমৎকার ছবি ব্লগ।
শুভ কামনা জানবেন।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১
পথে-ঘাটে বলেছেন: একরাশ ভাললাগা এবং ভালবাসা।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮
ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর সব ছবি।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
হানিফঢাকা বলেছেন: ভাই জান একটু হেল্প করেন। দুই নম্বর ছবিতে দেওয়া "পাতি হুদহুদ"- পাখিটা সম্পর্কে একটা তথ্য জানতে চাই তা হচ্ছে এই পাখি সর্বোচ্চ কত মাইল বেগে উড়তে পারে। একটানা কতক্ষণ উড়তে পারে এবং দিনে সর্বোচ্চ কত মাইল পাড়ি দিতে পারে।
এই প্রশ্ন গুলি সম্পর্কিত যে কোন তথ্য আমার খুব উপকারে আসবে।
ধন্যবাদ।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট । +।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪
মারুফ তারেক বলেছেন: ভালো লাগল ভাই