![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বার বার পরাজিত তারপরেও আমি বীর ।
কিছুক্ষণ আগে ব-দ্বীপ প্রকাশন স্টল বন্ধ করে দিয়েছে পুলিশ। জব্দ করেছে ৫টি বই । তবে শুধু স্টল বন্ধ করলেই হবে না। প্রকাশনীর মালিককে বিচারের আওতায় আনতে হবে। কারণ এর আগে গত বছর রোদেলা প্রকাশনীর স্টলকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে বন্ধ করা হয়েছিলো। বাংলা একাডেমীর বইমেলার নীতিমালা ১৩ এর ১৩ অনুচ্ছেদে বলা হচ্ছে- অশ্লীল ও রুচিগর্হিত বই প্রকাশ করলে স্টল বরাদ্দ বাতিল করা হবে। সেই সঙ্গে আর কোনো সময় সেই স্টলকে বরাদ্দ দেওয়া হবে না।
অর্থাৎ রোদেলা প্রকাশনী বাংলা একাডেমীর নীতিমালা অনুযায়ী স্টল বরাদ্দ পায় না। কিন্তু তারপরও তাদেরকে ১৫৩,১৫৪, ১৫৪ নং স্টল অর্থাৎ তিনটি পজিশন বরাদ্দ দেওয়া হয়েছে। এটা অবশ্যই বাংলা একাডেমীর নীতিমালা বিরোধী। অর্থাৎ স্টল বন্ধ করা যাস্ট আইওয়াশ।
তাই অবিলম্বে রোদেলা প্রকাশনীর স্টল বরাদ্দ বাতিল করতে হবে এবং ব-দ্বীপ প্রকাশনীর স্টল ও প্রকাশনীর বন্ধ করে, শামসুজ্জামান মানিকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
এবারের অমর একুশের বইমেলা-২০১৬ উপলক্ষে ব-দ্বীপ প্রকাশনী রাসুল (সা) কে নিয়ে কুরুচিপূর্ণ বই প্রকাশ করেছে। উল্লেখ্য বইমেলার নীতিমালা নীতিমালা ১৩ এর ১৩ অনুচ্ছেদ অনুযায়ী এ ধরনের বই বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। একইসাথে বাংলাদেশের সংবিধান অনুয়ায়ী কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোন প্রকাশনী এ ধরনের বই বের করতে পারে না। তারপরেও কিভাবে এ ধরনের প্রকাশনী বই বের করে এবং প্রকাশ্যে বইমেলায় বিক্রি করে তা সত্যিই আশ্চর্যজনক। এর কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত হানার অভিযোগে অমর একুশে গ্রন্থমেলার ব-দ্বীপ প্রকাশনীর স্টলটি বন্ধ করে দিয়েছে পুলিশ। একইসাথে তারা ওই প্রকাশনীর বেশ কয়েকটি বই জব্দ করেছে।
সোমবার বিকেলে ব-দ্বীপ প্রকাশনীর স্টলে পুলিশ অভিযান চালায়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক থেকে পুলিশ জানতে পারে, ব-দ্বীপ থেকে প্রকাশিত প্রবন্ধ সংকলন ‘ইসলাম বিতর্ক’ বইটিতে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত হানার মতো লেখা আছে। বইটি সম্পাদনা করেছেন শামসুজ্জোহা মানিক। এ সময় স্টলে থাকা ‘ইসলাম বিতর্ক’ বইটির ৬ কপি পুলিশ জব্দ করে।
এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো লেখা আছে কি না তা অনুসন্ধান করতে একই প্রকাশনী থেকে আরও পাঁচটি বই জব্দ করেছে পুলিশ। বইগুলো হলো- শামসুজ্জোহা মানিক ও শামসুল আলম চঞ্চল রচিত ‘আর্যজন ও সিন্ধু সভ্যতা’, এম এ খান অনূদিত ‘জিহাদ : জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ, সাম্রাজ্যবাদ ও দাসত্বের উত্তরাধিকার’, শামসুজ্জোহা মানিকের ‘ইসলামের ভূমিকা ও সমাজ উন্নয়নের সমস্যা’, একই লেখকের প্রবন্ধ সংকলন ‘ইসলামে নারীর অবস্থা’ এবং ‘নারী ও ধর্ম’। ব-দ্বীপ প্রকাশনীর স্টলে প্রদর্শিত এ বইগুলোর সব কপি জব্দ করে পুলিশ।
বইমেলার নীতিমালা নীতিমালা ১৩ এর ১৩ অনুচ্ছেদ অনুযায়ী এ ধরনের বই বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। একইসাথে বাংলাদেশের সংবিধান অনুয়ায়ী কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোন প্রকাশনী এ ধরনের বই বের করতে পারে না। তারপরেও কিভাবে এ ধরনের প্রকাশনী বই বের করে এবং প্রকাশ্যে বইমেলায় বিক্রি করে তা সত্যিই আশ্চর্যজনক। এর কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কি লিখেছিল বইতে?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
পরাজিত বীর { সীমান্তের ঈগল } বলেছেন: এখনো জানতে পারি নি জানলে জানাব ইনশা আল্লাহ ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৪
পরাজিত বীর { সীমান্তের ঈগল } বলেছেন: আমাদের প্রানপ্রিয় নবী (সাঃ) ও নবী
স্ত্রীদের নিয়ে রচিত চরমতম অবমাননাকর অশ্লীল একটি বই ,যা মেলার ১৯১ নং স্টলে ‘ব-দ্বীপ’ প্রকাশন বের করেছে যা কোন জাতীর বিবেকে বাধবে ,'ইসলাম ও বিতর্ক’ নামক নবীকে অবমাননাকর অশ্লীল এই বইটি।
বইটির ২৯-৩১ পৃষ্ঠায়
('ইসলাম ও বির্তক',
অধ্যায়: "মুসলিম মানসে যৌন বিকৃতি",
প্রকাশনী- ব-দ্বীপ প্রকাশন, বইমেলা স্টল-১৯১)
আমাদের নবীকে নিয়ে
ক্ষমার অযোগ্য অশালীন অবমাননাকর মনগড়া সব গল্প ছাপানো হয়েছে ।
যা এখানে বলা বা লেখার অযোগ্য
আমি শুধু দুএকটি বইয়ের কথা বললাম ।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
তট রেখা বলেছেন: সুবহানাল্লাহ। মন্দের ভালো যে, এদের স্টল বন্ধ হয়েছে। এই বইগুলো নিষিদ্ধ ঘোষনা করা উচিৎ এবং লেখক/ প্রকাশকের বিরূদ্ধে যথাযথ আইনানুগ ব্যাবস্তা নেয়ার দাবি জানাই।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
বিজন রয় বলেছেন: সরকারকে ধন্যবাদ।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
বিপরীত বাক বলেছেন: এখনও জানেনই না কি লিখেছেন আর চাপাতি খাড়া করে দাড়িয়ে আছেন?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৪
পরাজিত বীর { সীমান্তের ঈগল } বলেছেন: তাইলে তো বিপরিত বাক সোজা বাক করতে হয় !! জনাব শুনেন তাই আমাদের প্রানপ্রিয় নবী (সাঃ) ও নবী
স্ত্রীদের নিয়ে রচিত চরমতম অবমাননাকর অশ্লীল একটি বই ,যা মেলার ১৯১ নং স্টলে ‘ব-দ্বীপ’ প্রকাশন বের করেছে যা কোন জাতীর বিবেকে বাধবে ,'ইসলাম ও বিতর্ক’ নামক নবীকে অবমাননাকর অশ্লীল এই বইটি।
বইটির ২৯-৩১ পৃষ্ঠায়
('ইসলাম ও বির্তক',
অধ্যায়: "মুসলিম মানসে যৌন বিকৃতি",
প্রকাশনী- ব-দ্বীপ প্রকাশন, বইমেলা স্টল-১৯১)
আমাদের নবীকে নিয়ে
ক্ষমার অযোগ্য অশালীন অবমাননাকর মনগড়া সব গল্প ছাপানো হয়েছে ।
যা এখানে বলা বা লেখার অযোগ্য
আমি শুধু দুএকটি বইয়ের কথা বললাম ।
বুঝে আসল জনাব !!!
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১
অলওয়েজ ড্রিম বলেছেন: ইসলামকে ভালভাবে না বুঝেই এরা ইসলামবিরোধী কথাবার্তা বলে।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কোন ধর্মেরই অবমাননা কাম্য নয়।
দোষী হলে শাস্তি অবশ্যই পেতে হবে।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২২
লীন প্রহেলিকা বলেছেন:
বইয়ের নাম : জল পতনের খসড়া
লেখক : আমিন মোহাম্মদ
প্রকাশক : কুঁড়েঘর প্রকাশনী লিমিটেড
প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর
বইয়ের ধরণ :কাব্যগ্রন্থ
প্রাপ্তিস্থান : কুঁড়েঘর প্রকাশনী লিমিটেড
বইমেলায় স্টল নং : ৪১৭ এবং ৪১৮
ব্লগ : লীন প্রহেলিকা
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯
পরাজিত বীর { সীমান্তের ঈগল } বলেছেন: ধন্যবাদ আশা করছি বইটি পড়ব ।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮
অন্ধকারের রাজপুত্র বলেছেন: একমত.
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬
ডেল p4 বলেছেন: চাপাতি ওলারা পাইছে এইবার মওকা !আয় কোপায়া আসি !!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১
পরাজিত বীর { সীমান্তের ঈগল } বলেছেন: মিয়া ভাই এত মওকা মওকা করেন ক্যান ???
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯
মুদ্দাকির বলেছেন: যেহেতু আমাদের দেশ কোন ইসলামিক প্রজাতন্ত্র না সেহেতু কারো মতামত প্রকাশে বাধা থাকা উচিত না, বরং যাদের এই সকল বইয়ের মতামত সহ্য হবেনা, তাদের উচিত উপযুক্ত প্রতিবাদের নিমিত্তে উপযুক্তভাবে মস্তিষ্কে শান দেয়া!!!! you cannot kill ideas, but you certainly can change those
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮
পরাজিত বীর { সীমান্তের ঈগল } বলেছেন: মুদ্দাকির বলেছেন: যেহেতু আমাদের দেশ কোন ইসলামিক প্রজাতন্ত্র না সেহেতু কারো মতামত প্রকাশে বাধা থাকা উচিত না, বরং যাদের এই সকল বইয়ের মতামত সহ্য হবেনা, তাদের উচিত উপযুক্ত প্রতিবাদের নিমিত্তে উপযুক্তভাবে মস্তিষ্কে শান দেয়া!!!![/sb
ঠিক আছে ইসলামিক প্রজাতন্ত্র না বাট রাষ্ট ধর্ম ইসলাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আর বইমেলার নীতিমালা নীতিমালা ১৩ এর ১৩ অনুচ্ছেদ অনুযায়ী এ ধরনের বই বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। একইসাথে বাংলাদেশের সংবিধান অনুয়ায়ী কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোন প্রকাশনী এ ধরনের বই বের করতে পারে না।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুরু হয়ে গেল বহু জ্ঞানী গুনি বহেস। শুনুন সবাই শান্ত থাকবেন। রাষ্টের কাজ রাষ্টকে করতে দিন।
-------------------
যেখানে আইন অন্ধ সেখানে জনতা আবাল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২
পরাজিত বীর { সীমান্তের ঈগল } বলেছেন: একদম হাচা কতা ।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২
হাসান মাহবুব বলেছেন: এহনও পর্যন্ত কাউরে দেখলাম না বইতে ঠিক কী লিখসে সেইটা কৈতে পারে। যাই হৌক, এবারের একুশে বইমেলা এক্কেরে ছহি ইসলামি বইমেলায় পর্যবসিত হৈতেছে জাইনা খুব ভালো লাগ্লো। জাঝাকাল্লাহ!
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭
জেন রসি বলেছেন: অনুভূতি এতটাই দুর্বল হয়ে গেছে যে আজকাল বইও আঘাত করে।
১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮
অপর্ণা মম্ময় বলেছেন: লেখক বলেছেন: তাইলে তো বিপরিত বাক সোজা বাক করতে হয় !! জনাব শুনেন তাই আমাদের প্রানপ্রিয় নবী (সাঃ) ও নবী
স্ত্রীদের নিয়ে রচিত চরমতম অবমাননাকর অশ্লীল একটি বই ,যা মেলার ১৯১ নং স্টলে ‘ব-দ্বীপ’ প্রকাশন বের করেছে যা কোন জাতীর বিবেকে বাধবে ,'ইসলাম ও বিতর্ক’ নামক নবীকে অবমাননাকর অশ্লীল এই বইটি।
বইটির ২৯-৩১ পৃষ্ঠায়
('ইসলাম ও বির্তক',
অধ্যায়: "মুসলিম মানসে যৌন বিকৃতি",
প্রকাশনী- ব-দ্বীপ প্রকাশন, বইমেলা স্টল-১৯১)
আমাদের নবীকে নিয়ে
ক্ষমার অযোগ্য অশালীন অবমাননাকর মনগড়া সব গল্প ছাপানো হয়েছে ।
যা এখানে বলা বা লেখার অযোগ্য
আমি শুধু দুএকটি বইয়ের কথা বললাম ।
বুঝে আসল জনাব !!!
=========== আপনি কি নিজে পড়ে দেখেছেন ? আপনি বই গুলি পড়ে ২৯-৩১ পৃষ্ঠায় কি লেখা আছে সেটা টাইপ করেই না হয় ব্লগে দিতেন। নিজে যদি না পড়ে থেকে শোনা কথায় লিখে ফেললেন রোদেলা প্রকাশনীর স্টল বরাদ্দ বাতিল করতে হবে এবং ব-দ্বীপ প্রকাশনীর স্টল ও প্রকাশনীর বন্ধ করে, শামসুজ্জামান মানিককে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে ?
১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
অগ্নি কল্লোল বলেছেন: একমত।।