নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

আমি

১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:০৮

পরিতোষ গুপ্ত

একদিন এসেছিনু পৃথিবীর পরে
স্নেহের আঁচল পাতা জননীর ক্রোড়ে,
বক্ষ দুগ্ধ দিয়ে মোরে করিছে লালন
জড়িয়ে রেখেছে বুকে যক্ষের মতোন।
পৃথিবীর আলো, বায়ু, জল, মাটি সব,
আমাকে গড়েছেন দিয়ে মহানুভব ;-
ফল দিয়ে, ফুল দিয়ে, দিয়ে তৃষ্ণা বারি
আমাকে দিয়েছে জীবন মমতা উগারী।
পৃথিবীর জনে জনে দিল ভালবাসা
বুকে মোর জন্ম নিল নব-নব আশা।
এ ধরাতল মাঝে স্নেহের আঁচলে
আমাকে জড়িয়ে নিল ভালবাসা জালে।
যত দেখি যত শুনি যত পরশ পাই
ততই হৃদয়ে করি অমৃত বোঝাই।
দিনে দিনে একটি করে কালের প্রবাহে
জমা হয়ে রয়ে যায় যাহা কিছু চাহে
যাহা পাই তাহা প্রেম, যাহা পাই নাই
তাহাও অমৃত তবু দুঃখ তাহে নাই।
এ মাহেন্দ্রক্ষণে মোর ধরনীর পরে
প্রেম দিতে এসেছিনু তোমাদের তরে।
জন্ম লভিনু তাই দহিতে জীবন
নিখাদ করিবো প্রেম স্বর্নের মতোন।
যতদিন বাঁচি এই ধরনীর মাঝে
করিবো স্বর্গ চয়ন পরিপূর্ণ কাজে।
নিজ প্রাণ করে যাবো শুভকাজে দান
ধরনী রচিব আমি স্বর্গ সমান।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.