নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
পরিতোষ গুপ্ত
যারা করে নয়ছয়
তাদেরই জয় হয়
তাঁরাই থাকে সুখে
সৎ লোক ভুখা রয়।
যতই বলি আজ
থামে না ঘৃণ্য কাজ
মিথ্যার ডামাডোলে
সত্যটা ঢাকা রয়।
রাজা কিংবা বলো প্রজা
কেউ আজ নয় সোজা
সবাই বাঁকা হাটে
পেঁচিয়ে কথা কয়,
স্বার্থের তরে আজ
সবে করে পাপ কাজ
লোভের কাছে মানুষ
হয়ে গেছে পরাজয়।
তবুও আশা জাগে
যেমন ছিলো আগে
পরের তরে মানুষ
করিতো জীবন ক্ষয়,
সেই দিন পাবো ফিরে
মানবের প্রতি ঘরে
প্রেম আর ভালোবাসায়
পরিপূর্ণ হয়ে রয়।
©somewhere in net ltd.