নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
আনমনে বসে আমি লিখি এই কবিতা,
লিখি যাহা জানি আমি ভূলভাল সবি তা।
তবুও ফাঁকে ফাঁকে হৃদয়ের কোণে কোণে
কত কথা ভেসে উঠে লিখি তাই আনমনে।
মানুষের কত কথা কত ব্যাথা কত প্রেম
দু-কান পাতিয়া কতবার শুনিলেম।
মানুষের মনে আছে কত প্রেম রাশি রাশি
কত জন শোনায় তাহা কাছে এসে হাসি হাসি।
কত জন বলে তার হৃদয়ের বেদনা
বলি তারে শুনো হায়- এমনি আর কেঁদনা।
যা কিছু গিয়েছে চলে তাহা আর পাবে না
বলিতে পারে না কেউ কিছুই যাবে না।
দুনিয়া ভাঙ্গা গড়ার এমনই খেলাঘর
আপন যারা ছিল তারাই হয় পর।
তবুও ভালবাসার চিরন্তন লেনাদেনা
মন দিয়ে মনের দরে ভালবসা হয় কেনা।
©somewhere in net ltd.