নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
ভুলে যদি যাও
পথ নাহি পাও
ধ্রুব সত্য জীবনে,
স্তব্দ পথিক
নাহি দেখে ঠিক
সত্য প্রদীপ গগনে।
হারিয়ে দিশা
বুকে জাগে তৃষা
কুড়ে কুড়ে খায় লালসায়,
জড়ায়ে এ পাপ
বুকে অভিশাপ
চেপে ধরে শুধু হতাশায়।
বিবেকের কাছে
দেখোনা এসে
কি বলে নিজ ছায়াটা,
অন্তর তলে
কি কথা বলে
কি প্রদীপ জ্বালে মায়াটা।
আপনার প্রাণ
শুনায় কি গান
কি মন্ত্র দেয় চলিতে,
যদি নাহি শোন
সে কথা কোনো
সহজে চাও ফলিতে
নিজেরে না দেখ
তবে জেনে রেখো
ভুলে যাবে ধ্রুব পথ,
সত্য তোমায়
জানাবে বিদায়
ফিরে যাবে নিয়ে রথ।।
©somewhere in net ltd.