নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
অপেক্ষায় আছি তার--
কবে সে আসবে-- নিয়ে উপহার,
আমাদের প্রতি ঘরে ঘরে
প্রতি জনে প্রতি মনে প্রতিটি অসহায় অন্তরে।
আসবে সে - দিতে বাণী
ঘুচায়ে সব গ্লানী
মুছায়ে দিতে অন্ধকার-
আলোর নতুন আশায় জুড়াতে সব হাহাকার।
অমৃত সবারে দিয়ে নিবে সে বিষমাখা বান
অনেক যাতনা সয়ে করিবে সে প্রেমের আহ্বান।
হিংসা হানাহানি ভুলে শুধু ভালবাসায়
মানুষের মনে প্রানে জাগিয়া উঠিবে আলো আশায়,
মিলনের সুরে সুরে
মানুষের অন্তরে
শুনাবে সে নতুন সঙ্গীত
মাখিয়া প্রেম সুধা গাহিবে সে মঙ্গল গীত।
কবে সেই মহাপ্রাণ
বিলায়ে নিজ প্রাণ
রচিয়া যাবে দেবালয়,
মানবের মাঝে তবে
ধরনী অমরাবতী হবে
হিংস্রতার হবে পরাজয়।।
©somewhere in net ltd.