নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
দূর হতে ডেকে বলে কোন অভাগিনী
"তার মত নাই আর এমন দুখিনী"
নাই তার আপনার কোনো প্রিয়জন
অনাদরে ঝরে গেছে পাতার মতন
তার মন তার প্রাণ তার ভালোবাসা
ঝরে গেছে অঘ্রাণের যেমন কুয়াশা।
হৃদয়ের ভালোবাসা প্রদীপের মত
একদিন জ্বলেছিলো যেন শত শত
আকাশের তারকারা যেমন-ই জ্বলে
হায়! তেমনি ছিলো প্রেম হৃদয় তলে।
হঠাৎ-ই এসে ঢেউ ভেঙ্গে নিলো কূল
ঝরে গেলো জীবনের ফোঁটা সব ফুল
তার এখন জীবনের আঁধেক আলো
সে বেদনায় ভরে আছে নিকষ কালো।
©somewhere in net ltd.