| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আগন্তুক নই
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
জননীগো--
তোমার মলিন বদন খানি
রাঙ্গিয়ে দাও প্রভাত আলোর রঙে
তোমার কন্ঠসুধার বাণী
শুনিয়ে যাও সুমধুর তরঙ্গে।
তোমার চরণ ধুলার পরে
আমার পূজার ডালা রেখো,
আমি চঞ্চল অধীর হলে
তোমার কোলের কাছে ডেকো।
আমার জীবন চলার পথে
তোমার স্নেহ আশিস পাই,
আমার জীবন সাঙ্গো হলে
তোমার কোলে মরতে আমি চাই।
©somewhere in net ltd.