নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
সুচিত্রা সেন না কি বনলতা সেন?
তাহার সাথে আমার নেই লেন দেন,
তবু যেন মনে হয় আছে আলাপন
শিশিরের জলের মত ঝরে যার মন-
তার তরে হৃদয়ের বহু বেচা-কেনা
করেছি আমি, তবু হয়েছে অচেনা।
এত অপরূপ যার পরিয়াছে ঝরে
সবুজ ঘাসের দেশে ফুলের ভিতরে
গান করে যে হৃদয় বলে তার কথা,
তার তরে এ মনের যত ব্যাকুলতা।
বোঝে নাই তার মন, তুচ্ছ অবহেলায়
ঝরিয়াছে পথে পথে গোধূলি বেলায়;
আমি সেই ঝরা ফুল ফেলে দেওয়া পাতা,
তোমাদের সাথে আমি বলি সেই কথা।
মরে যাওয়া প্রেম যত হৃদয় অনুভুতি
যেমন ঝেড়ে ফেলে অকাল প্রসূতি।
তেমনি ঝরে গেছি পঁচা ডাস্টবিনে
প্রেম আজ মরে গেছে সকলেই জানে।।
০২ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৮
আমি আগন্তুক নই বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: প্রেম চিরঞ্জীব ; প্রেমের মৃত্যু নাই।
প্রেমের মরা জলে ডুবেনা!
০২ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১০
আমি আগন্তুক নই বলেছেন: বিরহের অনুভূতি। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১১
শেরজা তপন বলেছেন: কবিতা ভাল লেগেছে।