নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
যতবার দেখি তারে ততবার মনে হয়
এ যেন প্রথম দেখা প্রথম এই পরিচয়,
সে যেন নুতন করে
হৃদয়ে আসে ফিরে
নুতন হাসি দিয়ে নব নব কথা কয়
তবুও কেন তারে হারাবার জাগে ভয়!
হৃদয়ে প্রতিদিন প্রতিটি ক্ষণে ক্ষণে
তাহার মুখ-ছবি অপলক জাগে মনে
তবু তারে দেখিবারে
হৃদয় বারে বারে
সবার অগোচরে পথ পানে চেয়ে রয়
তবুও কেন তারে হারাবার জাগে ভয়!
নাহি জানি তাহার ঐ মনের অভিলাষ
নব নব দিনে তার নব নব জাগে আশ
শুধায় না ডাকি মোরে
বাঁধে না প্রেম ডোরে
তবুও হেসে খেলে আমারই কাছে রয়
তবুও কেন তারে হারাবার জাগে ভয়!
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১০
আমি আগন্তুক নই বলেছেন: মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম, খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন
শ্রদ্ধা ভালবাসা ও শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো লিখেছেন!