নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
যদি কর দান ভয় নাই ওরে
ফিরে পাবে একদিন,
প্রকৃতি তোমায় শোধ করে দেবে
তোমার পাওনা ঋণ।
তুমি যাহা নাও তাহাও তোমাকে
দিতে হবে গুনে গুনে,
মাফ তোমাকে করবে না তো
তোমার নেওয়া ঋণে।
ধরনীর পরে যতোটুকু দিন
ততটুকু হয় রাত
যতোটুকু হয় পূন্য হেথায়
ততটুকু অপরাধ
যতোটুকু আসে জোয়ারের জল
ভাটা হয় ততটুকু
জীবনে তোমার যতোটুকু সুখ
ততটুক পাবে দুখু
যেমন কর্ম সমান সমান
তেমন কর্মফল
ফিরে পাবে তুমি জীবনেই সব
পূর্ণ অবিকল।
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২১
আমি আগন্তুক নই বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন
শ্রদ্ধা ভালবাসা ও শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৬
মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর কবিতা।
দানে কখনো কমেনা।
দানে সবসময় আনে।