নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
চেয়ে দেখো ঐ
করে থৈ থৈ
জল কল কল প্লাবনে,
শরৎ আকাশ
করেছে হুতাশ
যা করেছিলো শ্রাবণে।
আকাশের মেঘ
নতুন আবেগ
বুকে নিয়ে নামে ধরণীতে
ডুবে যায় মাঠ
কলতলা ঘাট
জল উঠে যায় সরণীতে।
নামে শিশুদল
করে কোলাহল
ভিজে ভিজে ফেরে খুশিতে
আনন্দে তারা
আত্মহারা
দেখে বোঝা যায় হাসিতে।
আজ এ দুপুর
বাজিয়ে নুপুর
নেচে গেলো মেঘ বৃষ্টিতে
কলো কল কল
নেচে ওঠে জল
দেখি অপলক দৃষ্টিতে।।
১০ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২২
আমি আগন্তুক নই বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লিখেছেন। 'আত্মহারা' লাইনে এক মাত্রা কম মনে হচ্ছে, এ জন্য ছন্দ পতন মনে হচ্ছে।