নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
যেতে যদি চাও চলে তবে যাও
রাখিব না তবে বাঁধিয়া,
শূন্য হৃদয় হারানো ব্যথায়
যদিও ফেরে কাঁদিয়া।
তোমার হৃদয় না যদি চায়
ধরিব না তব দুটি হাত,
আমার মনে যত দাগা দিলে
ভেবো না'গো এটা অপরাধ।
আমার এ মনে তুমি প্রতিক্ষণে
চিরদিন রবে আদরে,
যদি ফিরে আসো কভু ভালোবাসো
বুকে নেব তবে সাদরে।
সুখেতে আমায় না যদি ডাকো
দুঃখেতে আমায় ডাকিও
আমার এ সুখ তোমাকে দিলাম
আমায় দুঃখেতে রাখিও।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৭
কালো যাদুকর বলেছেন: ভাবটি ভাল ৷ একটি প্রশ্ সাধু ভাষা কেন ?