নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
একটি প্রণাম করি তোমায় একটি প্রণাম করি,
সকল ফেলে তোমার কোলে যখন আমি ফিরি
সকল ব্যথা তুচ্ছ করে আনন্দে যায় ভরি,
একটি প্রণাম করি মাগো একটি প্রণাম করি।
এই যে আকাশ মাথার পরে
সারা দিবস আলোক ঝরে,
নিশি রাতে চাঁদের আলো পূর্ণিমা যায় ঝরি,
সকল ফেলে তোমার কোলে যখন আমি ফিরি
একটি প্রণাম করি তোমায় একটি প্রণাম করি।
আমার সকল ব্যথার পূজা তোমার চরণ পরে,
অঞ্জলি দেই আপনমনে শূন্য দু'টি করে।
তোমার বুকের অতল মায়া
জুড়ায় পরান, শীতল ছায়া
অমৃত জল ফুল ও ফসল- মনটা যে নেয় কারি।
সকল ফেলে তোমার কোলে যখন আমি ফিরি,
একটি প্রণাম করি মাগো একটি প্রণাম করি।
জনম জনম তোমার কোলে যেন ফিরে আসি,
এমনি করে তোমায় মাগো যেন ভালোবাসি।
তোমার এমন সবুজ মাটি
কোথায় পাবো শুদ্ধ-খাঁটি,
তোমার কোলে জন্ম যেন, তোমার কোলে মরি।
সকল ফেলে তোমার কোলে যখন আমি ফিরি,
একটি প্রণাম করি তোমায় একটি প্রণাম করি।।
১২ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৫
আমি আগন্তুক নই বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুব ভালো হয়েছে স্বদেশ বন্দনা।