নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
যৌবনে মোর ছিলো গায়ে জোর
খেটেছি উদয়াস্ত,
সারাটি দিন বিরাম বিহীন
কর্মে ছিলাম ব্যস্ত।
তখন আমারে ডাকিত আদরে
পরিবার পরিজনে,
পুত্র জায়া করিত মায়া
ভক্তি করিত মনে।
ক্রমে ক্রমে যবে বড় হলো সবে
বৃদ্ধ হলাম আমি,
তারা করে আয় আমি অসহায়
কর্ম গেলো থামি।
এখন কেহ করে না স্নেহ
ডাকে না ভক্তিভরে,
দেয় না কো ভাত মোর অপরাধ-
পরে আছি কেন ঘরে?
অসুখে বিসুখে কাটাই দুঃখে
যদি কিছু তবে চাই
কতকাল ভবে অর্থ খোয়াবে
টাকাকরি কিছু নাই।
এ কথা বলে যায় সকলে
আসে না তো কেহ কাছে,-
আমি যে ওদের দিয়েছি ঢের
সব আজ ভুলে গেছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২১
আমি আগন্তুক নই বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন শ্রদ্ধা ভালবাসা ও শুভকামনা নিরন্তর।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেমন কর্ম তেমন ফল এটাই নিয়তি,
বাবাকে যে করে অনাদর তার এ পরিনতি।
আমি যদি করি ভজনা বাবার শিখিবে তা সন্তানে,
এভাবেই চলে সমাজ সংসার পিতা রবে সম্মানে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২২
আমি আগন্তুক নই বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন শ্রদ্ধা ভালবাসা ও শুভকামনা নিরন্তর।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৩
জগতারন বলেছেন:
আমার পরিবার, আমার বাবার নানা বাড়ির পরিবার এবং সে গুষ্টীতে,
আমার মা'র বাবা বাড়ির পরিবার ও সেই গুষ্ঠীতে,
আমাদের গুষ্ঠীতে প্রায় সব পরিবারেই দেখেছিঃ
বাবা'রা বড় হতে হতে পরিনত বয়সেও স্বেচ্ছাচারি ও সৈরাচারি স্বভাবে
আক্রান্ত হয়য়ে এক একটা প্রায় দানবে পরিনত হয়।
সেই দানব'কে অনেক সময়েই আর সামাল দেওয়া যায় না।
সেই দানবীয় স্বভাবের দরুন পরিবারের বহু তরুন ও তরুনীদের আজীবন নানবিধ গ্লানী এবং
যা হবার কথা তা না হয়ে অপ্রগতিশীল জীবন যাপন করতে বাধ্য হয়।
তখন তাহাকে নিয়িতির বিধান রূপ মেনে নিতে হয়।
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৮
আমি আগন্তুক নই বলেছেন: সমাজের বেশির ভাগ পিতামাতা সন্তানের কাছে যেভাবে অবহেলিত হয়ে পড়ে তারই বর্ননা করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন শ্রদ্ধা ভালবাসা ও শুভকামনা নিরন্তর।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩০
আমি আগন্তুক নই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন শ্রদ্ধা ভালবাসা ও শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪০
ফুয়াদের বাপ বলেছেন: বাস্তবতার নিরিখে চমৎকার কবিতা। তারুন্য থাকতে থাকতে বৃদ্ধ বয়সের পাথেয় সঞ্চয় করা উচিৎ আমাদের। সংসার-সমাজ বোঝা ভাবার আগে পৃথিবী থেকে যেনো উপরওয়লা সম্মানের সাথে নিয়ে যায় উপারে।