নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

অঞ্জলি

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৮



তোমার চরণে এনেছি দিতে শুধু একফোঁটা জল,
তুমি যদি লও কৃপা করে তাহা অভাগার সম্বল।
দুটি চোখ মোর ভরে থাকে জলে,
অভাগা আমায় বলে সকলে
সকল বেদনা নয়নের জলে করে সদা টলমল।
তুমি যদি লও কৃপা করে তাহা অভাগার সম্বল।

কতজন কত অঞ্জলি দেয় কত সমাহার আনি,
রিক্ত আমি, আছে শুধু মোর ব্যথার হৃদয় খানি।
তোমাকে আমি দিয়েছি হৃদয়,
হোক না আমার সব পরাজয়-
তোমার চরণে করে যাব ক্ষয়- আমার পরান খানি।
রিক্ত আমি, আছে শুধু মোর ব্যথার হৃদয় খানি।

কতজন আমায় করে উপহাস ছিন্ন বস্ত্র দেখে,
ব্সন ভূষণ অলঙ্কারে তাহারা রয়েছে ঢেকে।
চাই না আমি রাজ্য রতন,
তোমার করুণার জীর্ণ এ কোণ
তাহাই আমার মনের মতন স্বর্ণ প্রাসাদ থেকে।
কতজন আমায় উপহাস করে ছিন্ন বস্ত্র দেখে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিখেছেন অসাধারণ।

আপনার হাত খুব সাবলীল, কাব্যপ্রতিভাও তুখোড়। ছন্দজ্ঞানও পরিণত মনে হয়েছে (৪র্থ পঙ্‌ক্তিতে এক মাত্রা কম আছে মনে হচ্ছে)। এজন্য দু-একটা কথা বলি, ভালো লাগলে ফলো করতে পারেন। আপনি যে রীতিতে লিখেছেন, এ রীতিতে এখন পরিণত কবিরা কেউ লেখেন না। তাহা, মোর, আনি, ইত্যাদি শব্দগুলো এখন কবিতায় বেশ অচল। এবং অনেক শব্দ ব্যবহার করেছেন, যেগুলো নজরুলীয়, ক্ষেত্রবিশেষে জসীমউদ্‌দীনের শব্দ। এসব শব্দের বর্তমান ভার্সনগুলো চর্চা করতে পারেন।

ছন্দের উপর আরো পড়তে চাইলে এ লিংক -বাংলা কবিতার ছন্দ

আপনার জন্য শুভেচ্ছা।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১০

আমি আগন্তুক নই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চেষ্টা করবো। ভালো থাকবেন শ্রদ্ধা ভালবাসা ও শুভকামনা নিরন্তর।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৯

আমি আগন্তুক নই বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন শ্রদ্ধা ভালবাসা ও শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.