নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
আমার ঝরা পাতায় রঙ লেগেছে
তোমার নব বসন্তে,
আমার নতুন করে প্রভাত এলো
জীবন যখন পরন্তে।
কি রূপ তোমার আলোয় ভাসে
পরশে তাই বাতাস হাসে,-
ফুলের সুবাস ছড়িয়ে গেলো
মহাকালের অনন্তে,
আমি নতুন প্রেমে হারিয়ে গেলাম
নিজেই নিজের অজান্তে।
আমি তাইতো তোমার এ রূপ হেরি
নিত্য নতুন প্রভাতে,
তুমি কি অপরূপ ছড়িয়ে আছো
হরেক রঙের শোভাতে।
ফুলে ফুলে রঙের আভা
এমনি সুবাস ছড়ায় কেবা,
আমার প্রাণের মাঝে প্রাণ মিলেছে
অমৃত প্রেম-লোভাতে।
তুমি কি অপরূপ ছড়িয়ে আছো
হরেক রকম শোভাতে।।
২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৩
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন শ্রদ্ধা ভালবাসা ও শুভকামনা নিরন্তর।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৩০
সামরিন হক বলেছেন: শুভ কামনা
২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৪
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন শ্রদ্ধা ভালবাসা ও শুভকামনা নিরন্তর।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার অন্ত্যমিল সৃষ্টির দক্ষতা অসাধারণ। বাক্যগঠনও ভালো। বানানের দিকে নজর দেয়া প্রয়োজন। সাহিত্যিকদের প্রয়োজন বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়মটা ভালো করে জেনে নেয়া। এটা জানা থাকলে আপনার ক্রিয়েটিভ আইডিয়াও কাজে লাগানো যাবে। এখনো না পড়ে থাকলে দ্রুত পড়ে ফেলুন।
আর যেটা সবচাইতে বেশি প্রয়োজন - কবিতার স্টাইল যেন আধুনিক হয়। এখানে অনেক শব্দ আছে, যেগুলোর ব্যবহার সঠিক হয়েছে বলে আমার মনে হয় নি, ওগুলো পালটে দিলে লেখা সাবলীল হবে। 'আমার নতুন করে প্রভাত এলো'- পুরোনো রীতি। এ লাইনে কর, প্রভাত শব্দ দুটো ঠিক হয় নি। পরন্তে < পড়ন্তে হবে। পড়ন্ত বেলা বুঝিয়ে থাকলে পড়ন্ত হবে। এখানে যত জায়গায় কি লিখেছেন, ওটা হবে 'কী'। 'হেরি' শব্দটা খুব বেমানান। হবে 'দেখি'।
হরেক রঙের চেয়ে নানান রঙের শুনতে ভালো লাগে।
আপনার কবিতার হাত ভালো, সামান্য ঘষা দিলেই আলাদীনের চেরাগ। এজন্য এতকিছু লিখলাম।
শুভেচ্ছা আপনার জন্য।
২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪২
আমি আগন্তুক নই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার উপদেশে ঋদ্ধ হলাম। ভালো থাকবেন শ্রদ্ধা ভালবাসা ও শুভকামনা নিরন্তর
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩২
দেয়ালিকা বিপাশা বলেছেন: বাহ! চমৎকার কবিতা লিখেছেন!
এত সুন্দর কবিতা আমাদের উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আগামীতে আপনার আরো কবিতা পড়তে চাই।
শুভকামনা জানবেন।
- দেয়ালিকা বিপাশা
২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৪
আমি আগন্তুক নই বলেছেন: মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন শ্রদ্ধা ভালবাসা ও শুভকামনা নিরন্তর।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪২
অপ্সরা বলেছেন: খুব সুন্দর!
লেখাটা প্রকৃতি বিষয়ক মনে হচ্ছে।
২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৬
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন শ্রদ্ধা ভালবাসা ও শুভকামনা নিরন্তর।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৮
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন শ্রদ্ধা ভালবাসা ও শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৮
রানার ব্লগ বলেছেন: ভালো লিখেছেন !