নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
কে মোরে পাঠালো হেথা
কে মোরে দিয়েছে প্রাণ!
অমৃতময় ধরা মাঝে
প্রেমেতে করালো স্নান,
মমতায় স্নেহ সুধায়
বুকেতে রেখেছে মাটি
সুরভিত কুসুম বনে
সুশোভিত পরিপাটি।
আলো হাওয়া সুধা জল
ভরেছে জীবন-প্রাণ
জনে জনে প্রেম লয়ে
শুধাইছে মরমী গান।
অসীম আলোর মাঝে
বিচিত্র এ খেলাঘর,
প্রাণে প্রাণ মিলে আছে
তবুও সকলে পর।
©somewhere in net ltd.