নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
আমার করুণ এ মুখ খানি
অরুন আলোয় রাঙাও
জাগাও আমায় জাগাও তুমি জাগাও।
হে দীন নাথ তোমার চরণ তলে
আমার বিনয় ভক্তি লাগাও।
ছন্নছাড়া জীবন আমার
অতৃপ্ত সব খানে
দুঃখ ভরা আনন্দ হীন
হাহাকার এ প্রাণে
সেই বেদনা জুড়াও তুমি
অতৃপ্ত সব ভাগাও--
জাগাও আমায় জাগাও তুমি জাগাও।
কোথায় জ্বলে সুখের প্রদীপ
শান্ত শীতল নীড়
কোন বনেতে ফুল ফুটে রয়
মৌমাছিদের ভীড়।
সেই সুখেরই প্রদীপ আমার
প্রাণের মাঝে জ্বালাও--
জাগাও আমায় জাগাও তুমি জাগাও।
২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৬
আমি আগন্তুক নই বলেছেন: মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন শ্রদ্ধা ভালবাসা ও শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৬:১৫
জগতারন বলেছেন:
সুন্দর কবি।
আমার খুব ভালো লাগলো।
লাইক দিলাম!