নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
চোখের পরে আছ বলেই
চোখে পড়ে না,
মনের মাঝে রয়েছ তাই
মনে ধরে না।
কোথায় তুমি নাই যে কিসে?
সব কিছুতেই আছ মিশে
তাই তো তোমায় হঠাৎ করে
প্রয়োজন পরে না।
তাই তো তোমার দেয়া নেয়ায়
পরান ভরে না।
তুমি আমার পরান সখা
ছিলে খেলার সাথী
আমার সাথে এক হয়ে রও
সকল দিবস রাতি।
তোমায় হেরি সকল খানে
আছ তুমি মনে প্রাণে
পরান আমার তোমারই রয়
কোথাও সরে না।
চোখের পরে আছ বলেই
চোখে পড়ে না।
এই যে আলো বাতাস যেমন
নিত্য প্রয়োজনে,
মাটির তৃষ্ণা মিটায় জলে
অপূর্ব শ্রাবণে।
তবু তাহার অমৃত স্বাদ
বুঝি না তার মূল্য অগাধ
আলোর মাঝে নয়ন খেলে
আলোই ধরে না।
চোখের পরে আছ বলেই
চোখে পড়ে না।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতায় ভালো করতে হলে কবিতা পড়তে হবে প্রচুর। আইডিয়াল হলো শামসুর রাহমান, আল মাহমুদ। কবিতার উপর যেখানেই কোনো আলোচনা হয়, সেগুলো পড়তে হবে। এই ব্লগে এককালে অনেক ভালো কবিতা আসতো। সেইসব কবিরা এখন প্রিন্ট বা অন্যান্য মিডিয়াতে। বর্তমানে ব্লগে যাদের কবিতা পড়ে কবিতা লেখা শেখা যায়, তাদের কয়েকজন হলেন ৎঁৎঁৎঁ, এ, টি, এম মোস্তফা কামাল, তুখোড় কবিতা লিখছেন সাকলাইন সজিব, আরো আছেন রাইসুল সাগর, অধীতি, পাজী পোলা, নবম অধ্যায়, রূপক বিধৌত সাধু, স্প্যানকড, জি এম হারূনুর রশীদ। কবিতায় শাইন করতে চাইলে এদের কবিতা পড়ুন, বুঝুন। আপনার হাত তখন এমনিতেই পালটে যাবে।
শুভেচ্ছা রইল।