| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আগন্তুক নই
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
প্রতিটি পদে পদে
অসীম অপরাধে
সত্য-নিষ্ঠ যাহা
ধূলায় হলো ম্লান,
তোমার চরণ পরে
নিও করুণা করে
অসীম প্রেম-মাঝে
ক্ষমা কর হে ভগবান।
আসিয়া সংসার মাঝে
ন্যায় হীন প্রতিকাজে
পঙ্কিল পাপাশক্তে
করি সদা স্নান,
অনন্ত অসীম তুমি
তোমার চরণে নমি
করুণা করে তুমি
ক্ষমা কর হে ভগবান।
তব অমৃত রাশি
ধরায় এলো ভাসি
আকাশ বাতাস গায়
তব গুণ গান,
সব গেছি ভুলে আমি
হে মোর অন্তর্যামী
অন্তরের ম্লানতা
ক্ষমা কর হে ভগবান।।
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৫
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৩
মোহাম্মদ গোফরান বলেছেন: কবিতা চমৎকার লাগলো।