নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

কিছু ভাবনা

০৩ রা অক্টোবর, ২০২২ রাত ১২:২২



হায়! হায়! কি অসহায় আমি
জানে শুধু অন্তর্যামী,
জানে ঐ আকাশের তারা
আর জানে মন বোঝে যারা।
জানে ঐ সমূদ্রের ভাসা শ্যাওলায়
ফেনিত স্রোতের মাঝে যাহা ভেসে যায়।
অনন্তলোকের ঐ অসীম আকাশ
বোঝে ব্যথা মোর দীর্ঘশ্বাস।
মর্মর ঝরা পাতা উড়ে যাওয়া ধূলি
বোঝে ব্যথা সন্ধ্যায় ম্লান হওয়া ঝরা ফুল গুলি।
ক্লান্ত হতাশায়, ধুসর কুয়াশায়
বোঝে মোর ব্যথা তারা হিমেল সন্ধ্যায়।
বোঝে না তারা,
হৃদয়ের পাশে থাকে যারা
কান পেতে মনের কাছে যারা রয় জেগে
তাঁরাই চলে যায় জানি দ্রুত বেগে।
শোনে না ক্রন্দন, হৃদয়ের ঢেউ
দেখে না চোখ মেলে আপন জন কেউ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২২ রাত ১:০৬

জগতারন বলেছেন:
+++
সুন্দর কবিতা।
পড়ে মুগ্ধ আমি।
কবির প্রতি অভিন্দন জানাই।

০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১২:৫১

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২| ০৩ রা অক্টোবর, ২০২২ রাত ২:০০

মুনাওয়ার সিফাত বলেছেন: 'দেখে না চোখ মেলে আপনজন কেউ' আসলেই সত্যি।

০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১২:৫৩

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.