| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আগন্তুক নই
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
নারী তুমি অসাধারণ!
অনন্য সৃষ্টি তুমি স্রষ্টার গুণে
তুমি জননী, কন্যা, ভগ্নী,
প্রেয়সীতুমি স্নেহ ঢালো মনে।
তোমার অসীম ত্যাগে
ধরনীর পরে আজ মমতার ঘর
আপন করিয়া বাঁধো
ছন্নছাড়া যারা হয়ে আছে পর।
তুমি শুধু রূপে নও
শত গুণে মহিমান্বিত
আপনারে বিলিয়ে দিয়ে
নিবারিলে সৃষ্টির ক্ষত।
তোমার এ অবদান
শুধুই গর্ভে নয় স্তনে শুধু নয়
হৃদয়ে দিয়ে প্রেম
সবার মন-প্রাণ করিয়াছ জয়।
হিংস্র শত আঘাত-
বক্ষ পেতে তুমি সঁপিয়াছ প্রাণ
আপনারে ত্যাগিয়া
এ পৃথিবী করিয়াছ প্রেমেতে মহান।
©somewhere in net ltd.