নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
জড়িয়ে রেখে ভরিয়ে দিয়েছ প্রাণ
মরিতে চাই তোমারে সঁপিয়া প্রাণ।
যত বেদনা সুখ হয়ে গেল বুকে
অসীম আকাশ গেয়ে গেল সেই গান।
আজি এ প্রভাত এমন আলোর আভায়
পাতায় পাতায় বলে গেল সেই কথা
ফুলে ফুলে হেসে বাতাস সুরভি চায়
দুলে দুলে নাচে আনমনে তরুলতা।
অজানা অসীম কোন সুদূরের থেকে
আসিল হাওয়া পরশিল মোর গায়
আমার পরানে তোমার পরান খানি
মিলে মেশে যেন একাকার হয়ে রয়।
১০ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৫৯
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০২২ রাত ২:০৯
জগতারন বলেছেন:
সন্দর কবিতা।
পাঠে মুগদ্ধ আমি।