| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আগন্তুক নই
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
চারিদিক পানে অসঙ্গতি
কি করে বাঁচিয়া রই?
তবে যে এতো সহজ শর্তে
মরিবার মত নই!
জীবন যুদ্ধে মরুর মধ্যে
তৃষাতুর বুকে ক্ষুধা,
জীবন তপ্ত এ অভিশপ্ত
কে এনে দেবে সুধা?
মরিতে চাই না ভয়ে সংশয়ে
যুদ্ধে মরিতে চাই,
কর্ম যুদ্ধে মরিতে জীবনে
কোন সংশয় নাই।
আঁধারের মাঝে প্রতিটি কাজে
আলোর সাধনা করি
আপন অস্থি বজ্র করিয়া
প্রদীপ জ্বালিয়ে ধরি।
১০ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৫৮
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২|
০৯ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: ভালো।
১০ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৫৮
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০২২ রাত ১:৪৬
জগতারন বলেছেন:
+++
সুন্দর কবিতা।
লাইক দিলাম।