নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

বাবার অভাব

১০ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৫৬



অভাব তো আর ফুরায় না রে কুলায় না রে দেহে,
কেউ তো এসে বলে না রে আদর মাখা স্নেহে -
আছি আমি ভয় কিসে তোর ওঠ না খোকা ওঠ,
এমনি করে কাঁদিস কেন ফুলিয়ে দুটি ঠোঁট?
কি লাগবে তোর? জামা জুতা? বই, কলম না খাতা?
মেরেছে কেউ? কোথায় দেখি? বকেছে কি যা তা?
এমনি করে আর কাঁদিস নে কি লাগবে তোর বল
সব কিছু আজ কিনে দেব চল বাজারে চল।
এমন করে কেউ বলে না বাবার মত আজ
এখন আমার বছর জুড়ে সমস্ত দিন কাজ।
এখন শুধু চাইতে আসে পাইতে আমার কাছে,
উজাড় করে দিতেই যে হয় যতটুকই আছে।
সংসারের এই চাওয়ার মাঝে পাওয়ার ভাগ্য শেষ
বাবার মত নেই কোন জন চাওয়া পাওয়ায় বেশ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২২ রাত ৩:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাস্তবতা অনেক কঠিন !
.......................................
আমরা সময় থাকতে বুঝিনা
বাবা মা যখন আমাদের কাছ থেকে বিদায় নেয়
তখন মনে মনে অভাব বোধ করি ।

১১ ই অক্টোবর, ২০২২ রাত ১:৫০

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২| ১০ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: কবিতায় নির্মম সত্য ফুটে ওঠেছে।

১১ ই অক্টোবর, ২০২২ রাত ১:৫১

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩| ১০ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময় প্রকাশ

১১ ই অক্টোবর, ২০২২ রাত ১:৫১

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৪| ১০ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৮

জিনাত নাজিয়া বলেছেন: আপনার লেখা টা পড়ে বাবা মাকে মনে পরে গেলো। অনেক ভালো লিখেছেন। ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০২২ রাত ১:৫২

আমি আগন্তুক নই বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

৫| ১০ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১১ ই অক্টোবর, ২০২২ রাত ১:৫২

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৬| ১০ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩৪

শেরজা তপন বলেছেন: আহা বাবা ! মরে গেল বলেই হয়তো মনে পড়ে বড্ড বেশি।

১১ ই অক্টোবর, ২০২২ রাত ১:৫৩

আমি আগন্তুক নই বলেছেন: সত্যি তাই। ধন্যবাদ আপনাকে।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.