নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

যারে আমি খুঁজিয়াছি

১১ ই অক্টোবর, ২০২২ রাত ১:৪৮



হয়তোবা আর-কোন দিন আমি, দেখিব না তারে;
যারে আমি খুঁজিয়াছি পৃথিবীর পারে,
সহস্র বছর ধরে নগরে নগরে।
বারে বারে ঘুরিয়াছি সভ্যতার আনাচে-কানাচেতে -
বন্দরে বন্দরে ডিঙি মোর করিয়াছি নোঙর,
কত রাত মাঠে মাঠে পথে পথে হইয়াছে ভোর।
কত সন্ধ্যা গোধূলির কত ক্ষন নদীর তটে বসে
খুঁজিয়াছি তারে আমি কত দেশে দেশে,
বেদনার নদী-জলে কত বার করিয়াছি স্নান;
খুজিয়াছি তারে আমি দিনের আলো কিম্বা রাত্রির অন্ধকারে
যখন সূর্য হয় ম্লান।
তারে আমি চাহিয়াছি যুগ যুগ ধরে জন্ম জন্মান্তরে,
আমি তারে চাহিয়াছি প্রতিটি নিশ্বাসে প্রতিটি পদে পদে আমার এই বুকের ভিতরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৮

ফারহানা শারমিন বলেছেন: বাহ্! চমৎকার!

১২ ই অক্টোবর, ২০২২ রাত ১:১১

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২| ১১ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: প্রতিদিন একটা করে কবিতা লিখছেন।
এটা খুব ভালো।

১২ ই অক্টোবর, ২০২২ রাত ১:১২

আমি আগন্তুক নই বলেছেন: চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.