নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
সংসারের মোহ মায়া
সুনিবিড় স্নিগ্ধ ছায়া
মধুময় মিলন বন্ধন,
আপন আত্মীয় জন
সকলি সখার মতন
ভগ্নি, কন্যা, স্ত্রী, নন্দন।
মাতা-পিতার স্নেহ ধারা
জগতে অমৃত ভরা
স্বর্গ নামে মর্তের ঘরে,
কুড়িয়ে বুকেতে রাখি
ধরার ধুলি অঙ্গে মাখি
সুধা ফলে এ মাটির পরে।
সংসারের অমৃত সুখে
সুধা ভরে আছে বুকে
চাহিনা দেবালয়ের সুখ,
আমার এ মাটির ঘ্রাণ
ভালোবাসে মন প্রাণ
মমতায় ভরে ওঠে বুক।
১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১:০৯
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫৩
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর
১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১:১০
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
পাঠে মুগ্ধতা জাচ্ছি।
কবির প্রতি সুভেচ্ছা ও অভিন্দন জানিয়ে গেলুম।