নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
গল্প নয়, কাব্য নয়, নয় কল্পনা
তোমার রূপের আলো সত্যি অল্প না।
গোলাপের মত তব রাঙা মুখখানি
আঁকিয়া দিয়েছে কেউ রংতুলি আনি।
তোমার রূপের ঐ সোনালী আভায়
প্রদীপের আলো যেন ম্লান হয়ে যায়।
শত তাঁরা তাহাদের রূপ করে দান
তোমারে গড়েছে বিধি আলোর সমান,
সচ্ছ - জল মধু দিয়ে মোমের প্রলেপ
নিজ মনে গড়েছেন মহান ইষ্টদেব।
১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩২
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২| ১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। তবে ইষ্টদেব কী?
১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৮
আমি আগন্তুক নই বলেছেন: সংস্কৃত ভাষায় স্রষ্টার এক নাম ইষ্টদেব। আপনাকে আন্তরিক ধন্যবাদ।
৩| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৯
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৭:৪৫
জগতারন বলেছেন:
ভালবাসার মানুষ সুন্দরই হয়।