নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

নারী-পুরুষ

১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১:১০



নারী ও পুরুষ কেহ নয় ছোট কেহ নয় বড় কারো,
উভয়ে সমান প্রকৃতির দান, মুর্খ তত্ত্ব ছাড়ো-
কে বলে নারী এসেছে ধরায় পুরুষের প্রয়োজনে!
জননী বিহীন পুরুষ জন্ম লভিয়াছে কোন খানে?
একেরে বিনা অপরে আসেনি এসেছে দুজন সাথে
ধরনীর মাঝে মমতার ঘর জন্ম নিয়েছে তাতে।
পুরুষ যতটা দিয়েছে শ্রম নারীও দিয়েছে তত
দুজনে মিলে তিলোত্তমা গড়েছে নিজের মতো।
সংসার বলো সন্তান বলো, বলো যত খুটিনাটি
দুজন মিলে কঠোর শ্রমে করেছেন পরিপাটি।
যত সভ্যতা যত মহানগর যত আছে অবদান
নারী ও পুরুষ উভয়ের ত্যাগ রয়েছে তাদের দান।
জ্ঞান বিজ্ঞান ধর্ম সাধনা শিক্ষা দিক্ষা মাঝে
নারীও পুরুষ উভয়ের দান রয়েছে সকল কাজে।
কারো অবদান ক্ষীণ নয় এই নিখিল বিশ্ব মাঝে
একে অপরের পরিপূরক হয়ে রয়েছে সকল কাজে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১:৫৫

কামাল৮০ বলেছেন: স্বরচিত নজরুল সংগীত।ভালো হয়েছে।

১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

আমি আগন্তুক নই বলেছেন: সাম্যের গান গাই
আমার কাছে নারী-পুরুষের কোনো ভেদাভেদ নাই।
কাজী নজরুল ইসলাম।
আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২| ১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:৫৫

বিটপি বলেছেন: পুরুষ অবশ্যই নারীর চেয়ে বড় - গড় উচ্চতায়। নারী পুরুষ কখনোই সমান নয়।

১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫২

আমি আগন্তুক নই বলেছেন: পুরুষ কখনো জননী হতে পারে না, অর্থাৎ গর্ভধারণ করতে পারে না। আবার জননী কখনো জনক হতে পারে না, অথবা পুরুষ বিহীন গর্ভধারণ করতে পারে না। যারযার অবস্থানে সে গুরুত্বপূর্ণ। আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩| ১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৪

কামাল৮০ বলেছেন: @বিটপি,আপনার থেকে ইউরোপিয়ানরা সবদিক থেকেই বড়।আপনিও তাদের সমান নয়।তাতে কি আসেযায়।তুলনা করে কাউকে ছোট করার দরকার নাই।মানুষ হিসাবে আমরা সবাই সমান।

১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৪| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.