নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
সে যে, নাচিয়া খেলিয়া চলিয়া যায়
চুপিচুপি কি যে বলিয়া যায়-
শুধাই তাহারে ওগো চকিতা,
কি ছন্দ বাজে তোমার পা'য়?
হাসিয়া ঝরিয়া চকিত আলোয়
কোথায় যেন মিলায়ে যায়।
সে যে মুখ ঢেকে রেখে অবগুণ্ঠনে
কি কথা বলে আপনমনে
কাছে আসিয়া তড়িৎ আলোয়
চকিতে কোথায় মিলায়ে যায়।
এতো ভাবি তারে বাঁধিব মনে
রাখিব হৃদয়ে বহু যতনে
বাঁধন তাঁহাকে ছুঁতে নাহি পায়
অকারণ কেবল খসিয়া যায়।
শুধাই তাহারে ওগো চকিতা
কি ছন্দ আছে তোমার পা'য়?
২০ শে অক্টোবর, ২০২২ রাত ১:০১
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২| ১৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫৮
অপ্সরা বলেছেন: পুরাই নজরুল সঙ্গীত!
২০ শে অক্টোবর, ২০২২ রাত ১:০২
আমি আগন্তুক নই বলেছেন: নতুন অভিজ্ঞতা। আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।