নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
দিন কেমন কাটে?
জানিবার ইচ্ছা ছিলো বটে,
তবুও জানিতে চাওনি তুমি
মাড়িয়ে এ ভূমি
বাঁধা বিঘ্ন ঠেলে,
আসোনি দেখিতে একবার
মনের প্রদীপ জ্বেলে।
দেখিতে চাওনি তুমি
কোন অন্ধকারে
বেদনার ভারে
ডুবে গেছি -
হারিয়ে তোমারে।
নিরুদ্দেশের পথে
ভগ্ন এ রথে
আশাহীন ভাষাহীন
স্বপ্ন বিহীন
উদ্ভট পথে পথে
চলছি নিশিদিন।
শুধু অন্ধকার
আর আছে বেদনা আমার।
অনন্ত পথ আছে
আঁধারের কালোছায়া ঢাকা
তার মাঝে একটু আলো
আজও আছে
তোমার জন্য রাখা।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:০৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কে বলেছে আপনি আগন্তুক?