নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

সংসার ঘানি

২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৫

দেবতার অভিশাপে টানে সে তো ঘানি
কলুর বলদ সে যে চিনি তারে চিনি।
আর কিছু নেই তার
আছে শুধু ব্যাথাভার
কি আছে হারাবার, কি'বা হবে ঋণী?
কলুর বলদ সে যে চিনি তারে চিনি।

চারিদিকে জীবনের জমে আছে গ্লানি
অবহেলা অপমান দেয় হাতছানি
এ জীবনে কভু তার
নেই কোন অধিকার
টানিতে হবে ভার ভবে চিরদিনি।
কলুর বলদ সে যে চিনি তারে চিনি।

তেমনই বাঁধা আছি আমি একজন
ঘানির সাথে বাঁধা জীবন আর মন
অনাগতকাল ধরে
সংসার ঘানি ঘোরে
ঘানি টানি জোরেশোরে আমি সারাক্ষণ।
কলুর বলদ যেন আমি একজন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: সংসার করা ভালো। আর সংসার টেনে সামনে নিয়ে যাওয়াকে ঘানি বলা ঠিক না। বলতে পারেন দায়িত্ব পালন করা।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৪৯

আমি আগন্তুক নই বলেছেন: সবার অবস্থান সমান নয়। তবে কারো কারো কাছে সংসারটা ঘানির মতোই হয়ে ওঠে। মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২| ২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫১

গেঁয়ো ভূত বলেছেন: মধ্যবিত্ত শ্রেণীর পুরুষদের আমৃত্যু দণ্ড
যতক্ষণ দেহে আছে প্রাণ
সংসারের ঘানি টেনে যেতে হবে
জোরেশোরে, আরো জোড়ে, দিবা-রাতি সারাক্ষণ।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৫০

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২৬

জিনাত নাজিয়া বলেছেন: ঘানি টানার মেঝেই, সংসারের আনন্দ টুকু খুঁজে নিতে হয়।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৫৩

আমি আগন্তুক নই বলেছেন: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.