নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
তোমাদের হাসি গানের ভরা জলসা'য়
আমার এই ক্ষুদ্র তুচ্ছ বেদনার গান
অনাদরে অবহেলায় ঝরা পাতার মত
ফেলে দিও, ভুলে যেও, মুছে নিও প্রাণ।
তোমাদের সাথে আমার এই হাসি খেলা
মমতার স্নেহে বাঁধা হৃদয়ের কোণে
জমে আছে যেই প্রেম, দিবসের শেষে
অনাদরে ভুলে যেও রেখো না তা মনে।
ক্ষুদ্র, তুচ্ছ, মূল্যহীন দিয়েছিলেম যাহা
পরিপূর্ণ তোমাদের আনন্দ সভায়
শ্রাবণের জলের মত নতুন স্রোতে
ধুয়ে যাবে জানি সব নতুন সন্ধ্যায়।
৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৫৬
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১:৪৭
জগতারন বলেছেন:
কবিতা ভালো হয়েছে।
লাইক দিলাম।