| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আগন্তুক নই
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
তুমি জানো প্রভু কোনদিন কভু
যদি করি অপরাধ,
কোর না ক্ষমা যাহা আছে জমা
দিও তার প্রতিঘাত।
তুমি ন্যায় হীন বিচার বিহীন
মুক্তি দিও না মোরে,
দিও অধিকার যেটুকু আমার
পেয়েছি কর্ম করে।
সত্য সুধীর মহা স্থীর
তোমার এই তুলাদণ্ড
সব মেপে নেয় সুক্ষ্ম কাটায়
কে সাধু কে যে ভন্ড।
তোমার বিচারে সমঅধিকারে
নাহি কো আপন পর
নাহি কো স্বার্থ নাহি পরার্থ
নাহি মমতার ঘর।
আমার পাপের গুরু অভিশাপের
বেদনা বহিব আমি
যেটুকু পূন্য জীবনে পূর্ণ
করিয়া লইব দামী।
তোমার এ দ্বারে শুধু ভারে ভারে
চাহিব না অনধিকার
আমার সকল কর্মের ফল
যেন পারি বহিবার।
দাও সে শক্তি বিনয় ভক্তি
দাও সততার পণ
দাও বহিবার শত ব্যাথা ভার
দাও শুদ্ধ মুক্ত মন।
০১ লা নভেম্বর, ২০২২ রাত ১২:৪৫
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।