নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
কাহার নয়ন খানি পরিলো নয়নে
সেই হতে সে নয়ন ভাসে মোর মনে,
হৃদয়ের মাঝে তার মুখ-ছবি খানি
এঁকে দিলো সেই হাসি রং-তুলি আনি।
কামনার রঙে রঙে ফোটালো সে ফুল
যা ছিল হৃদয়ে গোপন না ফোঁটা মুকুল।
বাধিতে চেয়েছি তারে মনের বাঁধনে
ধরা নাহি দেয় সে-তো স্বপ্ন সাধনে।
সেই হতে আর কভু দেখি নাই তারে
দু নয়ন অবিরাম খুঁজে ফিরে যারে।
০৩ রা নভেম্বর, ২০২২ রাত ১:১৭
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০২২ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।