নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
চাহিব না কোনো কিছু চাহিব না আর,
হৃদয়ে ভরে থাক যতই হাহাকার,
শুধাব না কারো কানে
বিরহ - কাতর গানে
যাহা আছে এই মনে বেদনা-বিষাদ ভার।
চাহিব না কোনো কিছু চাহিব না আর।
যতই পিপাসায় ভরে থাক দেহ প্রাণ
আপনারে পুড়ে পুড়ে করিবো অগ্নি স্নান,
অগ্নি সম মম
করিব পবিত্রতম
লোভাতুর প্রাণ মন করিব পরিহার।
চাহিব না কোনো কিছু চাহিব না আর।
০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১:৩৫
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০২২ রাত ২:৩৯
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
লাইক !!!