নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
তোমাতে করিব সবই দান
আমার নহে কিছু আমার নহে এই প্রাণ,
সকলই তোমা হতে
পেয়েছি এ ধরনীতে
জীবনে জন্ম মৃত্যু তোমা হতে নেই ব্যাবধান।
আমার নহে কিছু আমার নহে এই প্রাণ।
যাহা কিছু সব-ই যাবে তোমাতেই ফিরে
পেয়েছি যা আপন করে ধরনীর পরে।
তোমার এই সংসারে
যাহা কিছু অধিকারে
ভেবেছি আমার যাহা সবই তব দান।
আমার নহে কিছু আমার নহে এই প্রাণ।
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: দ্বিতীয় স্বত্তা।