![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
মরিতে নাহি'কো ভয়
নাহি কোন সংশয়
চাহিব না প্রাণ ভিক্ষা
ঘটিলে মহাপ্রলয়।
যবে তোমাতে প্রাণ
করেছি পূর্ণ দান
অমৃত জেনেছি মৃত্যু
হব না ম্রিয়মাণ।
অসীম এ সংসারে
নিয়েছি ভারে ভারে
কিঞ্চিৎ দিতে গিয়ে
কেন এতো জাগে ভয়!
চাহিব না প্রাণ ভিক্ষা
ঘটিলে মহাপ্রলয়।
যদি গো চাহো তুমি
জীবনের অবসান
তোমাতে অঞ্জলি দেব
করিব প্রাণ দান,
তোমার মহালোকে
যদি না অসীম শোকে
করুণা নাহি ঝরে
চাহিব না কভু ত্রাণ।
তোমাতে অঞ্জলি দেব
করিব প্রাণ দান।
©somewhere in net ltd.