![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
পথেপথে আপন মতে যেতে বহু দুরে
পিছন হতে কে গো আমায় ডাকছে মধুর সুরে!
জানালার ঐ ফাঁকে ফাঁকে
নিত্য সে জন চেয়ে থাকে
দেখলে ও মুখ লুকিয়ে রাখে পালায় অন্তঃপুরে।
ধদ হতে কে গো আমায় ডাকলো মধুর সুরে।
দেখি না তার বদনখানি সে কোন অপরূপা,
সামনে যদি চলি আমি পিছিয়ে পরি দু'পা
কেন যেন কোন আবেশে
ফিরিয়ে আনে তাহার কাছে
যে জন মুখ লুকিয়ে হাসে মৃদু কন্ঠ কাঁপা।
দেখি না তার বদনখানি সে কোন অপরূপা।
২২ শে নভেম্বর, ২০২২ রাত ১:৪৮
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর।
সুন্দর হয়েছে।