নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
তৃষাতুর প্রাণ মোর অনন্ত ক্ষুধায়,
বিশ্ব সংসার মাঝে বিচিত্র সুধায়--
যা পেয়েছি ধুলি হতে ধরনীর পরে
তার প্রতিদান কভু শুধিবার তরে;
কোন ত্যাগ সংসারে ক্ষুদ্র কোন দান
করিনি তো, স্বপ্রকাশে তুচ্ছ অবদান
রাখিতে পারিনি, তবু ধরনীর আলো
জল,বায়ু,মাটি মোরে বেসেছে তো ভালো।
বিশ্ব সংসার মাঝে ক্ষণিক সময়
যা চেয়েছি যা পেয়েছি তাহা ক্ষুদ্র নয়।
নয়নে ক্ষণিক দেখা ক্ষণিক পরিচয়
সবই দুর্লভ যেন সব মধুময়,
তুচ্ছ নয় ক্ষুদ্র নয় বিন্দু পরিমাণ
জগতের প্রতি বিন্দু অমৃত সমান।
০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১২:৫৯
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।