নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
মৃত্যুর কাছাকাছি আছি
যদি গো বাঁচি
তোমাদের কাছে গিয়ে
হতে হাত ধরে
কোলাকুলি করে
বলিব আমি
তোমাদের অনেক ভালোবাসি।
এতো মায়া বুক ভরা প্রেম
এই মাটি মানুষের তরে
ভালবাসা জমে আছে
বুকের ভিতরে।
আহা! কোনদিন কবে
অন্তিম শ্বাস
নির্জনে নিঃশেষ হবে!
তবু সেই দিন
আমাকে বিহীন
এমনি করে চাঁদ
নির্জন রাত
রাতের পাখি
অন্ধকারে ডাকবে একাকী।
এমনি ফুল ফল
ঝর্ণার জল
মাঠের ফসল
হাটে ঘাটে কত জনরোল
সকলি রবে
শুধু এই ভবে,
একদিন আমি
জীবনের পথে যাব থামি।
মাটি জল দক্ষিণা বাতাস
প্রতিদিন ফেলে যেন
সেই দীর্ঘশ্বাস।
এতো মায়া এতো প্রেম
ভালবাসা বুকে মোর
করে টলমল
শিশিরের মত তাই
টুপটাপ ঝরে অবিরল।
০২ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫০
আমি আগন্তুক নই বলেছেন: তা কি সম্ভব? তিনি হলেন মহাসমুদ্রের ন্যায় প্রতিভাশালী। আমরা শিশির বিন্দুও নয়। ভিতরে বিদ্রোহ না থাকলে জ্বালাময়ী কবিতা লেখা যায় না। আমি আমার নিজের ভুল ভ্রান্তির বিরুদ্ধে বিদ্রোহ করি। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন ভালবাসা ও শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: জ্বালাময়ী কবিতা লিখুন নজরুলের মতো।